Vaibhav Suryavanshi

আইপিএলে কি দেখা যাবে আরও বৈভবকে? বোর্ডের নতুন নিয়মে সুযোগ বাড়তে পারে তরুণ ক্রিকেটারদের

গত মরসুমে মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে খেলে চমকে দিয়েছিল বৈভব সূর্যবংশী। সব ঠিক থাকলে অদূর ভবিষ্যতে বৈভবের বয়সী আরও তরুণ ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেখা যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

গত মরসুমে মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে খেলে চমকে দিয়েছিল বৈভব সূর্যবংশী। সব ঠিক থাকলে অদূর ভবিষ্যতে বৈভবের বয়সী আরও তরুণ ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেখা যেতে পারে। রবিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে ঠিক হয়েছে, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারেরা রাজ্যের হয়ে অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেললেই আইপিএলে খেলার সুযোগ পাবেন।

Advertisement

ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতেই বোর্ড এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তরুণ ক্রিকেটারেরা যাতে আইপিএলের দ্রুতগতির ক্রিকেটে খেলতে নামার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেদের তৈরি করে নিতে পারেন তার সুযোগও দেওয়া হচ্ছে।

প্রথম শ্রেণির ক্রিকেট বাধ্যতামূলক করার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের উন্নতিই লক্ষ্য বোর্ডের। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের টেকনিক্যাল দক্ষতা এবং মানসিক কাঠিন্য বাড়িয়ে নেওয়ার দিকেও জোর দিচ্ছে তারা। গত কয়েক বছর ধরেই বিভিন্ন রাজ্য থেকে তরুণ ক্রিকেটারেরা উঠে আসছেন। তাদের দ্রুত টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়ে নেওয়া হচ্ছে বলে আগেই সমালোচনা হয়েছে। বোর্ড চাইছে, সেই প্রথা বন্ধ হোক।

গত বছর আইপিএলে নজর কেড়ে নিয়েছিল বৈভব। সঞ্জু স্যামসন চোট পাওয়ায় প্রথম একাদশে সুযোগ পেয়েছিল। তা পুরোপুরি কাজে লাগায় সে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটি ম্যাচে একাধিক নজির গড়ে শতরান করে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। কিছু দিন আগে ইংল্যান্ডে গিয়ে যুব দলের টেস্টও খেলে এসেছে। এখন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ়‌ খেলতে ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন