Bengal Pro T20 League

গত বারের মতো এ বারেও বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু ১১ জুন, ১৭ দিনে শেষ প্রতিযোগিতা

এ বারেও ১১ জুন থেকেই শুরু হবে প্রতিযোগিতা। ইডেন গার্ডেন্সে হবে প্রথম ম্যাচ। ফাইনালও ইডেনেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ২১:৩৯
Eden Gardens

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

গত বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হয়েছিল ১১ জুন। এ বারেও ১১ জুন থেকেই শুরু হবে প্রতিযোগিতা। ইডেন গার্ডেন্সে হবে প্রথম ম্যাচ। ফাইনালও ইডেনেই।

Advertisement

আইপিএল শেষ হবে ৩ জুন। তার পরেই শুরু হয়ে যাবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। গত বারের মতো এ বারেও চিন্তা থাকবে বৃষ্টি নিয়ে। কারণ বর্ষার মধ্যেই হবে প্রতিযোগিতা। গত বার একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। এ বার বাংলায় বর্ষা সময়ের আগে ঢুকে গিয়েছে। ফলে বেঙ্গল প্রো লিগে সমস্যা তৈরি করতে পারে বৃষ্টি।

আইপিএল শেষ না হলে বেঙ্গল প্রো লিগ শুরু করা যায় না। আবার আইপিএল শেষ হতে হতেই বর্ষা ঢুকে যায় বাংলায়। ফলে জুন মাসের এই সময়েই টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে হয় বাংলার ক্রিকেট সংস্থাকে।

পুরুষ এবং মহিলাদের লিগ একসঙ্গেই চলে। ১১ জুন থেকে শুরু হবে ছেলেদের লিগ। পরের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেকের মাঠে শুরু হবে মহিলাদের লিগ।

পুরুষদের লিগে প্রথম ম্যাচ খেলবে সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। ইডেনে খেলে শুরু হবে রাত ৮টা থেকে। ২৪ জুন পর্যন্ত চলবে লিগ ম্যাচ। ২৬ জুন দু’টি সেমিফাইনাল হবে ইডেনে। ২৮ জুন হবে ফাইনাল।

মহিলাদের লিগে প্রথম ম্যাচ মুর্শিদাবাদ কুইন্স বনাম হার্বার ডায়মন্ডস। লিগের শেষ ম্যাচ ২৫ জুন। ২৭ জুন হবে সেমিফাইনাল। ফাইনাল ইডেনে ২৮ জুন দুপুরে।

Advertisement
আরও পড়ুন