Cooch Behar Trophy

ত্রিশতরানে দুরন্ত চন্দ্রহাস

বাংলার নায়ক অধিনায়ক চন্দ্রহাস দাশ। ৫৩টি চার ও দশটি ছক্কার সাহায‌্যে তিনি ৩১৯ বলে ৩৩২ রানে অপরাজিত থাকেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ০৭:৫২
নজরে: ত্রিশতরানের পরে চন্দ্রহাস।

নজরে: ত্রিশতরানের পরে চন্দ্রহাস। ছবি: সিএবি.

কোচবিহার ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা। কল‌্যাণীতে দ্বিতীয় দিনে ৬২৮-৭ অবস্থায় ডিক্লেয়ার করেছে বাংলা। জবাবে চণ্ডীগড়ের প্রথম ইনিংস শেষ হয় ১২২ রানে। ফলো-অনের পরে দ্বিতীয় ইনিংসে তাদের রান ১৭-০।

বাংলার নায়ক অধিনায়ক চন্দ্রহাস দাশ। ৫৩টি চার ও দশটি ছক্কার সাহায‌্যে তিনি ৩১৯ বলে ৩৩২ রানে অপরাজিত থাকেন। এই প্রতিযোগিতায় বাংলার কোনও ব‌্যাটসম‌্যানের এটিই সর্বাধিক স্কোর। অসমের বিরুদ্ধে প্রথম ম‌্যাচেও তিনি শতরান করেছিলেন।

বিরাট কোহলির ভক্ত চন্দ্রহাস বলেছেন, “সুযোগ কাজে লাগাতে পেরে দারুণ লাগছে। বলের মান অনুযায়ী ইনিংস সাজিয়েছি। পরের ইনিংসেও ধারাবাহিকতা বজায় রাখতে চাই।” তাঁর লক্ষ‌্য ভারতীয় দলে সুযোগ পাওয়া।

এ দিকে মেয়েদের অনূর্ধ্ব-২৩ টি-টোয়েন্টি ট্রফিতে অন্ধ্রপ্রদেশকে ৪৫ রানে হারিয়েছে বাংলা। তিতাস সাধু ১৭ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন।

আরও পড়ুন