Mohammed Shami

প্রাক-মরসুম অনুশীলনে শামিকে দ্রুত চায় বাংলা

মুকেশ কুমারও প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েছেন। কিন্তু মহম্মদ শামির দেখা পাওয়া যাচ্ছে না। বাংলা শিবিরকে তিনি জানাননি কবে যোগ দিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৬:১৩
প্রস্তুতি: প্রথম দিনে ফিজ়িক্যাল ট্রেনিংয়ে ক্রিকেটারেরা। সিএবি

প্রস্তুতি: প্রথম দিনে ফিজ়িক্যাল ট্রেনিংয়ে ক্রিকেটারেরা। সিএবি

প্রাক-মরসুম প্রস্তুতি শুরু হল বাংলার। মঙ্গলবার ইডেনের ইন্ডোরে ফিজ়িক্যাল ট্রেনিং দিয়েই শুরু হল এ বারের প্রাক-মরসুম প্রস্তুতি। আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরন ইংল্যান্ডে। তাঁদের ছাড়া প্রত্যেকেই যোগ দিয়েছিলেন অনুশীলনে। কিন্তু দেখা নেই মহম্মদ শামির। বাংলা শিবির থেকেই প্রশ্ন, কোথায় তিনি?

টেস্ট দলে সুযোগ পাননি। এখন চোটও নেই। তা হলে বাংলার প্রাক-মরসুম শিবিরে তিনি যোগ দিচ্ছেন না কেন? মুকেশ কুমারও প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েছেন। কিন্তু মহম্মদ শামির দেখা পাওয়া যাচ্ছে না। বাংলা শিবিরকে তিনি জানাননি কবে যোগ দিতে পারবেন।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন, মঙ্গলবারই শামির সঙ্গে যোগাযোগ করবেন তিনি। অবিলম্বে প্রাক-মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার অনুরোধ করবেন। লক্ষ্মীরতন বলছিলেন, ‘‘আমি শামিকে টেক্সট করব। অনুশীলনে যোগ দিতে বলব। আপাতত বিশ্রামে আছে। বাংলা শিবিরে যোগ দিতে সমস্যা হওয়ার কথা নয়।’’ আরও বলেন, ‘‘দলের ওকে প্রয়োজন। শামির মতো তারকা বাংলা দলের সঙ্গে অনুশীলন করলে তরুণ ক্রিকেটারেরাও অনেক কিছু শিখতে পারবে। ওর মাপের ক্রিকেটারের চেয়ে পরামর্শ পেলেও ছেলেদের লাভ হবে। সিএবিকেও অনুরোধ করব, ওরাও যেন শামির সঙ্গে যোগাযোগ করে।’’

বাংলা দল দু’টি প্রতিযোগিতা খেলতে যাবে দক্ষিণ ভারতে। চেন্নাই ও পুদুচেরিতে। সেখানও শামিকে নিয়ে যেতে চান লক্ষ্মীরতন। বলছিলেন, ‘‘অনেক দিন ম্যাচের মধ্যে নেই। ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলার পর থেকে ম্যাচ প্র্যাক্টিস পাচ্ছে না। আমাদের সঙ্গে প্রাক-মরসুম প্রতিযোগিতা খেলতে গেলে ওর তো লাভ হবেই, দলেরও হবে।’’

লক্ষ্মীর উপরে এ বারও বড় দায়িত্ব। বহু বছর শিবিরে ট্রফি আসে না। তাঁর হাত ধরে এ বার কি বাংলা শিবিরে ট্রফি ভাগ্য ফিরবে?

আরও পড়ুন