বাংলা অনুর্দ্ধ ১৫ দলের ক্রিকেটার। ছবি: সমাজমাধ্যম।
অনূর্ধ্ব-১৫ মেয়েদের ওয়ান ডে প্রতিযোগিতার ফাইনালে শুক্রবার বরোদাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। প্রথমে ব্যাট করে বরোদা ১২৬ রানে অলআউট হয়। প্রত্যুষা দে ৭ ওভারে ১৫ রানে চার উইকেট পেয়েছে। জবাবে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয় বাংলা। রাধিকা কুমারী ৫৩ বলে ৫১ রানে অপরাজিত ইনিংস খেলেছে।