Sonam Yeshey

ইনিংসে ৮ উইকেট! বিশ্বরেকর্ড টি-টোয়েন্টি আন্তর্জাতিকে, ভুটানের ২২ বছরের বাঁহাতি স্পিনারের নজির

ছেলেদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মাত্র দু’জন বোলার ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালে মালয়েশিয়ার সায়াজ়রুল ইদরুস এবং সেই বছরই বাহরিনের আলি দাউদ। এ বার বিশ্বরেকর্ড ২২ বছরের ইয়েশের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮
Bhutan spinner Sonam Yeshey

ভুটানের বাঁহাতি স্পিনার সোনম ইয়েশে। ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট! অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বিশ্বরেকর্ড। তার থেকেও বড় চমক এই বিশ্বরেকর্ড ভুটানের বাঁহাতি স্পিনার সোনম ইয়েশের। ছেলেদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটিই ইনিংসে সেরা বোলিংয়ের নজির।

Advertisement

ছেলেদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এর আগে মাত্র দু’জন বোলার ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালে মালয়েশিয়ার সায়াজ়রুল ইদরুস চিনের বিরুদ্ধে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন। সেই বছরই বাহরিনের আলি দাউদ এই ভুটানের বিরুদ্ধে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন। এ বার নতুন বিশ্বরেকর্ড ২২ বছরের ইয়েশের দখলে।

মায়ানমারকে মাত্র ৪৫ রানে শেষ করে দেয় ভুটান। মায়ানমারের ইনিংস টেকে মাত্র ৫৬ বল। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন ইয়েশ। তাঁর বোলিংয়ের সামনে মায়ানমারের কোনও ব্যাটার দাঁড়াতে পারেননি। চার জন ব্যাটারকে ইয়েশ আউট করেন শূন্য রানে। তিনি চার ওভারে ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন। একটি ওভার মেডেন করেন তিনি। ইয়েশের আটটি উইকেটের মধ্যে ছ’টি ক্যাচ, একটি বোল্ড, একটি এলবিডব্লিউ আউট।

ভুটান ৮২ রানে ম্যাচ জেতে। প্রথমে ব্যাট করে ভুটান তোলে ১২৭ রান। জবাবে মায়ানমার ৯.২ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায়।

Advertisement
আরও পড়ুন