(বাঁ দিকে) সঞ্জু স্যামসন এবং মহেন্দ্র সিংহ ধোনি (ডান দিকে)। —ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনি কি শেষ আইপিএল খেলে ফেলেছেন? আগামী আইপিএলের আগেই অবসর ঘোষণা করবেন? ধোনি নিজে কিছু জানাননি। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের একটি উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
আগামী আইপিএলের আগে সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান রয়্যালসের অধিনায়ককে পেতে সব রকম চেষ্টা করবে চেন্নাই। সিএসকের এক কর্তা জানিয়েছেন, ধোনির পরিবর্ত খুঁজছেন তাঁরা। তিনি বলেছেন, ‘‘আমরা সঞ্জুকে নিতে আগ্রহী। ভারতীয় ক্রিকেটার। আগ্রাসী ব্যাটার। উইকেটরক্ষক হিসাবে ভাল। ওপেনও করতে পারে। ওকে পাওয়ার সুযোগ থাকলে আমরা সব রকম চেষ্টা করব। দলে নেওয়ার সম্ভাব্য উপায়গুলো দেখতে হবে। কার বদলে সঞ্জুকে আমরা নেব, সেটা ঠিক হয়নি। বিষয়টা এখনও অতদূর যায়নি। তবে নীতিগত ভাবে আমরা সঞ্জুকে পেতে আগ্রহী।’’
রাজস্থান কর্তৃপক্ষ সর্বোচ্চ ১৮ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিলেন সঞ্জুকে। ফলে সঞ্জুকে পেতে হলে চেন্নাই কর্তৃপক্ষকে অন্তত ১৮ কোটি টাকা খরচ করতে হবে। জল্পনা চলছে রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং দলের নতুন অধিনায়ককে নিয়ে নাকি খুব একটা খুশি নন। রুতুরাজকেও ১৮ কোটি টাকা দিয়ে রেখেছেন চেন্নাই কর্তৃপক্ষ। তাই মনে করা হচ্ছে, রুতুরাজের সঙ্গে সঞ্জুকে বদলাবদলি করা হতে পারে। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি চেন্নাইয়ের ওই কর্তা। তবে ধোনি আগামী বছরও উইকেটরক্ষক হিসাবে খেললে সঞ্জুকে শুধু ব্যাটার হিসাবেও খেলানো সম্ভব। গত আইপিএলের সময় রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। ঘনিষ্ঠ মহলে রাজস্থান ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এই সুযোগটাই সম্ভবত কাজে লাগাতে চাইছেন চেন্নাই কর্তৃপক্ষ।
গত আইপিএলের সময় ধোনি বলেছিলেন, অবসর নিয়ে ভাবার অনেক সময় পাবেন প্রতিযোগিতার পরে। সব কিছু বিবেচনা করে সময় মতো সিদ্ধান্ত নেবেন। ধোনি কত দিন খেলবেন, তা এক মাত্র তিনিই জানেন। ৪৩ বছরের মাহি খেলতে চাইলে, তাঁকে ‘না’ বলা সম্ভব নয় চেন্নাইয়ের পক্ষে। তাই এমন এক জন ক্রিকেটারকে চেন্নাই চাইছেন, যিনি ধোনি এবং রুতুরাজ দু’জনেরই বিকল্প হতে পারেন। আবার নেতৃত্বও দিতে পারবেন। তাই তাঁদের প্রথম পছন্দ সঞ্জু।