India VS England Test Series

ইংল্যান্ড সিরিজ় বদলে দিতে পারে ভারতীয় ক্রিকেটের ছবি, মত টেস্ট দলে ব্রাত্য পুজারার

সামনে মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। এই সফর ভারতীয় ক্রিকেটের ছবি বদলে দিতে পারে বলে মনে করেন চেতেশ্বর পুজারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২১:৪৮
cricket

চেতেশ্বর পুজারা। —ফাইল চিত্র।

পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের টেস্ট ক্রিকেট। বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নেওয়ার পর দায়িত্ব এ বার তরুণ প্রজন্মের হাতে। সামনে মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। পাঁচ টেস্টের সিরিজ় খেলবে দু’দল। সেখানে ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। এই সফর ভারতীয় ক্রিকেটের ছবি বদলে দিতে পারে বলে মনে করেন চেতেশ্বর পুজারা।

Advertisement

ভারতের টেস্ট দলে তিন বছর আগেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পুজারা। কিন্তু তিনি এখন ব্রাত্য। অবসর না নিলেও টেস্ট দলে জায়গা পান না। নির্বাচক প্রধান অজিত আগরকর ও অধিনায়ক গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, পুরনোদের দিকে আর তাকাচ্ছেন না তাঁরা। তরুণদের হাতেই দায়িত্ব দিতে চান।

ইংল্যান্ডে ভারতের টেস্ট রেকর্ড খুব একটা ভাল নয়। তাই সেখানে শুভমনেরা ভাল খেললে তার প্রভাব ভারতীয় ক্রিকেটে পড়তে পারে বলে মনে করেন পুজারা। তিনি বলেন, “ভারতীয় দলের সবচেয়ে কঠিন পরীক্ষা হয় ইংল্যান্ডে। ১০০ বছরে সেখানে ১৯টা টেস্ট সিরিজ় খেলে ভারত মাত্র তিনটে জিতেছে। এই পরিসংখ্যান থেকেই সবটা স্পষ্ট। সামনের সফরে ভারতীয় ক্রিকেটের ছবিটা বদলে যেতে পারে। আমি দেখতে চাই, এই তরুণ দল সেখানে কী ভাবে খেলে। ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করার সুযোগ ওদের সামনে।”

টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনের কাঁধে দায়িত্ব দেওয়ার পাশাপাশি সহ-অধিনায়কও বদল করেছে ভারত। দায়িত্ব দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। ভারতের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরাহ ছাড়া তেমন কেউ নেই এই সফরে। অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শনের মতো তরুণ সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডে ভারতের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। সে দিকেই নজর রয়েছে পুজারার।

Advertisement
আরও পড়ুন