IPL ticket scam

আবার আইপিএলে কেলেঙ্কারি! গ্রেফতার রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি

গ্রেফতার হলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জগন মোহন রাও। এ বারও মঞ্চ সেই আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের এসআরএইচ ম্যাচের টিকিট বিক্রি নিয়ে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ২৩:৩৮
আইপিএলে নতুন বিতর্ক। গ্রেফতার শীর্ষ কর্তা।

আইপিএলে নতুন বিতর্ক। গ্রেফতার শীর্ষ কর্তা। — প্রতীকী ছবি

ভারতীয় ক্রিকেটে আবার লজ্জা। আরও একবার দুর্নীতি প্রকাশ্যে। গ্রেফতার হলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাও। এ বারও মঞ্চ সেই আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) ম্যাচের টিকিট বিক্রি নিয়ে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

Advertisement

এ বারের আইপিএলে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্সের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার পরেই সিআইডি-র হাতে গ্রেফতার হলেন জগন।

সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই অভিযোগ করা হয় এইচসিএ-র বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, হায়দরাবাদের ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে ভয় দেখানো, বলপ্রয়োগ এবং ব্ল্যাকমেল করা হয়েছে। এসআরএইচ আরও অভিযোগ করেছে যে, ২৭শে মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচের আগে জগন স্টেডিয়ামের এফ৩ কর্পোরেট বক্স তালাবন্ধ করে দিয়েছিলেন। এই বক্স লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন‌্কার জন্য বরাদ্দ করা হয়েছিল।

এই বিতর্কের পর তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একটি ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেন। তদন্তে জানা যায় যে, জগন তাঁর পদের অপব্যবহার করে ফ্র্যাঞ্চাইজির উপর চাপ সৃষ্টি করেছেন। এই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

২০২৫ সালের আইপিএলে হায়দরাবাদ ভাল করতে পারেনি। তারা ষষ্ঠ স্থানে শেষ করে। ফলে প্লে-অফে জায়গা হয়নি। প্যাট কামিন্সের দল ছটা ম্যাচ জিতেছে এবং সাতটা ম্যাচে হেরেছে।

Advertisement
আরও পড়ুন