Ball Tampering

বল বিকৃতিতে অভিযুক্ত অশ্বিন! অভিযোগকারীদের প্রমাণ দেওয়ার নির্দেশ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের

রাসায়নিক ব্যবহার করে বলের ওজন বাড়িয়ে দেওয়ার অভিযোগ রবিচন্দ্রন অশ্বিনের দলের বিরুদ্ধে। বল বিকৃতির এই অভিযোগ ঘিরে বিস্ময় তৈরি হয়েছে তামিলনাড়ুর ক্রিকেট মহলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:০৩
Picture of R Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) বল বিকৃতির অভিযোগ রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে। কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিনের বিরুদ্ধে অভিযোগ করেছে মাদুরাই প্যান্থার্স। টিএনপিএল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে তারা। টিএনপিএল কর্তৃপক্ষ অভিযোগকারী দলকেই প্রমাণ দিতে বলেছে।

Advertisement

গত ১৪ জুন অশ্বিনের ডিন্ডিগুল ড্র্যাগনসের মুখোমুখি হয়েছিল মাদুরাই। সেই ম্যাচে অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ করেছে তারা। তাদের অভিযোগ, ডিন্ডিগুলের ক্রিকেটারেরা বল মোছার জন্য যে তোয়ালে ব্যবহার করেছিল, তাতে বিশেষ ধরনের রাসায়নিক ছিল। রাসায়নিকের প্রভাবে বলের ওজন বেড়ে গিয়েছিল। ভারী বলের সঙ্গে ব্যাটের সংঘর্ষে যে শব্দ শোনা গিয়েছে, তা স্বাভাবিক ছিল না। মাদুরাইয়ের ব্যাটারেরা অনেকটা ধাতব শব্দ শুনেছেন।

মাদুরাইয়ের সিওও এস মহেশ চিঠি দিয়েছেন টিএনপিএল কর্তৃপক্ষকে। মাদুরাই অবশ্য গত বারের চ্যাম্পিয়ন দলের কাউকে ব্যক্তিগত ভাবে অভিযুক্ত করেনি। অশ্বিন সেই দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার। তাই তিনিও বল বিকৃতির অভিযুক্তদের মধ্যে পড়ছেন।

মাদুরাইয়ের অভিযোগ নিয়ে টিএনপিএলের সিইও প্রসন্ন কান্নন বলেছেন, ‘‘মাদুরাই কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছেন। নিয়ম অনুযায়ী খেলা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হয়। তবু আমরা অভিযোগ গ্রহণ করেছি। অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দিতে বলা হয়েছে দল কর্তৃপক্ষকে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমরা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করব। যথাযথ প্রমাণ ছাড়া কোনও ক্রিকেটার বা দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা ঠিক নয়। উপযুক্ত প্রমাণ দিতে না পারলে মাদুরাইকেই শাস্তি পেতে হবে।’’

মাদুরাইয়ের অভিযোগ ঘিরে বিস্ময় তৈরি হয়েছে তামিলনাড়ুর ক্রিকেট মহলে। অশ্বিনের পরিচিতেরা প্রায় কেউই বিশ্বাস করতে পারছেন না। বল শুকনো করার অছিলায় ওজন বাড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খোলেননি ডিন্ডিগুল কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন