India vs England 2025

সচিন-ধোনি-কোহলিরা নন, সুদর্শনের অনুপ্রেরণা মাত্র ন’টি টেস্ট খেলা অলরাউন্ডার

আইপিএলের ভাল পারফরম্যান্সের সুবাদে প্রথম বার টেস্ট দলে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হতে পারে। অনুপ্রেরণা হিসাবে এক সতীর্থের নাম জানিয়েছেন ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৭:৪৩
Picture of Sai Sudharsan

সাই সুদর্শন। ছবি: এক্স (টুইটার)।

সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি বা বিরাট কোহলি নন। সাই সুদর্শনের অনুপ্রেরণা এক তরুণ অলরাউন্ডার। বলা ভাল, মাত্র ন’টি টেস্ট খেলা এক সতীর্থকে দেখেই ব্যাটার হয়েছেন তরুণ ক্রিকেটার। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সুদর্শন।

Advertisement

তরুণ ওপেনিং ব্যাটারের অনুপ্রেরণার নাম ওয়াশিংটন সুন্দর। তিনি বলেছেন, ‘‘ওয়াশিংটনকে অনেক ছোট থেকে চিনি। ও আমার অনুপ্রেরণা। এক সঙ্গে খেলেছি আমরা। ওর জন্য আমি গর্বিত। টেলিভিশনে ওর খেলা দেখেছি। ওয়াশিংটনের ‘সুন্দর’ উত্থান অনেক তরুণ ক্রিকেটারের কাছেই প্রেরণা। আমার অনেক বন্ধু এবং কোচ ওয়াশিংটনের উদাহরণ দেন। গত তিন-চার বছর প্রচুর উন্নতি করেছে। ধারাবাহিক ভাবে ভাল খেলছে। ওর উন্নতির প্রশংসা করতেই হবে।’’

ওয়াশিংটনকে নিয়ে মুগ্ধ সুদর্শন বলেছেন, ‘‘ওর বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলেছি। মাঠের সেই মুহূর্তগুলোর আলাদা তাৎপর্য রয়েছে আমার কাছে। দেশের হয়ে নিজেকে সব সময় উজাড় করে দেয়। আইপিএলের পরিসংখ্যানই ওর হয়ে কথা বলবে। চেন্নাই থেকে ওর উঠে আসাটা সত্যিই অনুপ্রেরণার।’’

সুদর্শন এবং ওয়াশিংটন দু’জনেই চেন্নাইয়ের ক্রিকেটার। সেই সূত্রে এক সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন তাঁরা। দেশের হয়ে ৯টি টেস্ট, ২৩টি এক দিনের ম্যাচ এবং ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ওয়াশিংটনের। সুদর্শন প্রথম বার সুযোগ পেয়েছেন টেস্ট দলে। দেশের হয়ে খেলার অভিজ্ঞতা তাঁরও রয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে তা তুলনীয় নয়। তিনি তিনটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Advertisement
আরও পড়ুন