BCCI

ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেললে পকেট বেশি ভরবে ক্রিকেটারদের, নতুন উদ্যোগ ভারতীয় বোর্ডের

ঘরোয়া ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা দীর্ঘ দিন ধরেই ভারতীয় বোর্ডকে বলছেন প্রাক্তন ক্রিকেটারেরা। অবশেষে নড়েচড়ে বসল বোর্ড। এ বার থেকে বেশি ম্যাচ খেললে বেশি টাকা পাবেন ক্রিকেটারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৯
cricket

গত বারের রঞ্জি জয়ী বিদর্ভ দল। — ফাইল চিত্র।

ঘরোয়া ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা দীর্ঘ দিন ধরেই ভারতীয় বোর্ডকে বলছেন প্রাক্তন ক্রিকেটারেরা। অবশেষে নড়েচড়ে বসল বোর্ড। এ বার থেকে বেশি ম্যাচ খেললে বেশি টাকা পাবেন ক্রিকেটারেরা। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলে আলাদা করে টাকা দেওয়া হবে সংশ্লিষ্ট দুই দলকে।

Advertisement

বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর এ কথা খোলসা করেছেন হরভজন সিংহ। পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি ছিলেন তিনি। বৈঠকের পর বলেছেন, “সিদ্ধান্ত হয়েছে, কোনও ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলে তা হলে সে বেশি টাকা পাবে। ঘরোয়া প্রতিযোগিতার ফাইনালে উঠলে আলাদা অর্থ দেওয়া হবে দলগুলোকে।”

বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা দিয়েছেন হরভজন। বলেছেন, “যদি কোনও ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ১৪টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে, তা হলে বাড়তি এক কোটি টাকা ম্যাচ ফি হিসাবে দেওয়া হবে।” হরভজনের দাবি, ভারতের ঘরোয়া ক্রিকেটে মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত হতে চলেছে এটি। আরও বেশি তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলতে আসবেন বলে মনে করেন তিনি।

রাজ্যসভার সাংসদ হরভজন জানিয়েছেন, বোর্ডকে আরও বেশি সামাজিক দায়িত্ব পালনের অনুরোধ করেছেন তিনি। তাঁর কথায়, “পঞ্জাবের মতো উত্তর ভারতের যে সব রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত, সেখানে দুর্গতদের সাহায্য করার জন্য বোর্ডকে অনুরোধ জানিয়েছি।”

Advertisement
আরও পড়ুন