MS Dhoni

ধোনিকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল চেন্নাই সুপার কিংস, পরের আইপিএলে কি দেখা যাবে মাহিকে, জানিয়ে দিল সিএসকে

প্রতি বছর আইপিএল আসে। তার আগে চর্চা হয় তাঁর নাম নিয়ে। প্রতি বারই ধোঁয়াশা রাখেন তিনি। তবে পরের বারের জন্য তাঁকে, অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে আর সংশয় নেই। কী সিদ্ধান্ত নিয়েছেন মাহি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ২২:৫২
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

প্রতি বছর আইপিএল আসে। তার আগে চর্চা হয় তাঁর নাম নিয়ে। প্রতি বারই ধোঁয়াশা রাখেন তিনি। তবে পরের বারের জন্য তাঁকে, অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে আর সংশয় নেই। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে তিনি খেলবেনই, এমনটাই জানিয়ে দিয়েছে চেন্নাই।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনি পরের বছর আইপিএল খেলবেন। তিনি বলেছেন, “আমরা অত্যন্ত আশাবাদী যে ধোনিকে পরের বছর পাওয়া যাবে। ধোনি এখনও না বলেনি। তাই ও খেলবে ধরে নিয়েই আমরা এগোচ্ছি।”

আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই ধোনির সঙ্গে বৈঠকে বসতে পারেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং। পরের বছরের দলগঠন নিয়ে আলোচনা করা হবে। মাসখানেক আগে চার দিনের একটি ট্রায়ালের আয়োজন করেছিল চেন্নাই। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটের কয়েক জন উঠতি প্রজন্মের ক্রিকেটারকে বাছাই করা হয়েছে।

গত মরসুমে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল চেন্নাই। তাই দলে বেশ কিছু বদল আসতে পারে। অনেক তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে। বিকল্প উইকেটকিপার হিসাবে উর্বিল পটেলের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি, সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য আরও এক বার রাজস্থানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই।

Advertisement
আরও পড়ুন