IPL 2025

দিনে পাঁচ লিটার দুধ? অবশেষে নিজের শক্তির রহস্য ফাঁস করলেন ধোনি

মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে নানা কথা শোনা যায়। তার কিছু সত্যি। আবার কিছু গুজব। একটি অনুষ্ঠানে নিজের সম্পর্কে দীর্ঘ দিনের দু’টি গুজবের অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৮:৪১
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি প্রতি দিন পাঁচ লিটার দুধ খান। গরুর খাঁটি দুধই নাকি তাঁর শক্তির উৎস। দীর্ঘ দিন ধরে ধোনি সম্পর্কে এমনই জল্পনা রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ধোনির আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শুরু থেকেই তাঁর সম্পর্কে এমন শোনা যায়। দুধের শক্তিতেই নাকি তিনি বড় বড় ছক্কা মারেন। আইপিএলের মাঝে নিজেই এত দিনের গুজবে ইতি ঘটালেন মাহি।

Advertisement

চেন্নাই সুপার কিংস অধিনায়ক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেও তাঁর দিনে পাঁচ লিটার দুধ খাওয়ার প্রসঙ্গ ওঠে। প্রশ্ন শুনে হেসে ফেলেন ধোনি। তিনি বলেন, ‘‘আমি দিনে পাঁচ লিটার দুধ খেতাম! দুধ খেতাম ঠিকই। তবে দিনে খুব বেশি হলে এক লিটার। সারা দিনে খেতাম। আরও চার লিটার! এত পরিমাণ দুধ খাওয়া কোনও মানুষের পক্ষে সম্ভব নয়।’’ আরও একটি গুজবের উত্তর দিয়েছেন ধোনি। তিনি নাকি নিজেই নিজের লস্যি তৈরি করেন। এই প্রশ্নের উত্তরেও হাসতে হাসতে ধোনি বলেছেন, ‘‘আসল কথা হল আমি লস্যিই খাই না।’’

প্রসঙ্গত এসেছে আইপিএলে চেন্নাইয়ের পারফরম্যান্সের প্রসঙ্গ। ধোনি মেনে নিয়েছেন, তাঁরা প্রত্যাশামতো খেলতে পারছেন না। চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘‘আমার মতে, আমরা বেশ খারাপ খেলছি। আমাদের পারফরম্যান্স প্রত্যাশার কাছাকাছিও নয়। ম্যাচগুলোর দ্বিতীয় অংশে শিশির একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। মাঝের ওভারগুলো আরও ভাল ভাবে ব্যবহার করতে হবে আমাদের।’’ আইপিএলে আটটি ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছে চেন্নাই। পয়েন্ট টেবলে সবার শেষে ১০ নম্বরে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নেরা।

Advertisement
আরও পড়ুন