IPL 2025

আগামী আইপিএলে কি ধোনি খেলবেন? তিন শব্দে উত্তর চেন্নাই কোচ ফ্লেমিংয়ের

মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। আগের দিন মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে তিন শব্দে জবাব দিয়েছেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ২৩:৫৩
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আগামী বছর আইপিএলে কি খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি? চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংকে সামনে পেয়ে সোমবার প্রশ্ন করেন সাংবাদিকেরা। তিন শব্দে জবাব দিয়েছেন চেন্নাই কোচ।

Advertisement

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মঙ্গলবার মাঠে নামবে ধোনির চেন্নাই। দু’দলই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। পয়েন্ট তালিকায় শেষ দু’টি স্থানে রয়েছে দু’দল। সেই অর্থে এই ম্যাচ নিয়মরক্ষার। তবু আকর্ষণের কেন্দ্রে সেই ৪৩ বছরের ধোনি। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফ্লেমিং। তাঁকে প্রশ্ন করা হয়, আগামী বছর আইপিএলে ধোনি কি খেলবেন? জবাবে ফ্লেমিং শুধু বলেছেন, ‘‘আমি জানি না।’’

চেন্নাই কোচ ধোনির ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে। একই প্রশ্ন কিছু দিন আগে করা হয়েছিল ধোনিকে। তিনি বলেছিলেন, ‘‘আইপিএলে দু’মাস এবং পরের আরও ছয় থেকে আট মাস আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। দেখতে হবে আমার শরীর চাপ নিতে পারছে কি না। এখনই আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন।’’ অর্থাৎ, ধোনি নিজেও অবসর নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এ বার অবসরের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবা উচিত ভারতের প্রাক্তন অধিনায়কের। উল্লেখ্য, চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর ধোনির কাঁধেই আবার নেতৃত্বের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন