CSK in IPL 2025

রাজস্থানের কাছে হেরে আইপিএলে বড় লজ্জার সামনে চেন্নাই, বাঁচতে গেলে শেষ ম্যাচে কী করতে হবে?

আইপিএলে রাজস্থানকেও হারাতে পারেনি চেন্নাই। নিজেদেরই লজ্জার নজির স্পর্শ করেছে চেন্নাই। পরের ম্যাচে গুজরাতকে হারাতে না পারলে আরও বড় লজ্জা অপেক্ষা করে আছে চেন্নাইয়ের জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৪:১০
cricket

চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

আইপিএলে রাজস্থানকেও হারাতে পারেনি চেন্নাই। মঙ্গলবার হেরে গিয়েছে তাদের কাছে। নিজেদেরই লজ্জার নজির স্পর্শ করেছে চেন্নাই। পরের ম্যাচে গুজরাতকে হারাতে না পারলে আরও বড় লজ্জা অপেক্ষা করে আছে চেন্নাইয়ের জন্য।

Advertisement

মঙ্গলবারের হার ধরলে, চলতি আইপিএলে ১০টি ম্যাচে হারল চেন্নাই। ২০২২-এ তারা প্রথম বার এই লজ্জার নজির গড়েছিল। সে বারও তারা ১০টি ম্যাচে হেরেছিল। এ বার এখনও একটি ম্যাচ বাকি। প্রতিপক্ষ প্লে-অফে যোগ্যতা অর্জন করে যাওয়া এবং আইপিএলে এই মুহূর্তে শীর্ষে থাকা গুজরাত। তাদের বিরুদ্ধে চেন্নাইয়ের জয় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাই এর আগে কোনও মরসুমে ১১টি ম্যাচে হারেনি। গুজরাতের কাছে হারলে সেটাই হবে। ২০১২ এবং ২০২০ সালে চেন্নাই আটটি করে ম্যাচ হেরেছিল। তবে সে বারও তাদের এত খারাপ মনে হয়নি। এ বার চেন্নাই দলটিকে দেখে মনে হচ্ছে জেতার কোনও ইচ্ছাই তাদের মধ্যে নেই।

পরের ম্যাচে গুজরাতকে হারাতে পারলে লজ্জা এড়াতে পারবে চেন্নাই। বড় ব্যবধানে হারাতে পারলে লিগের ‘লাস্ট বয়’ হওয়ার লজ্জাও এড়াতে পারবে তারা। রাজস্থানকে টপকে উঠে আসতে পারবে নবম স্থানে। তার জন্য অবশ্য গুজরাতকে বড় ব্যবধানে হারাতে হবে। কারণ রাজস্থানের (-০.৫৪৯) থেকে চেন্নাইয়ের (-১.০৩০) রান রেট বেশি খারাপ।

চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং মনে করছেন, তাঁরা সঠিক কারণেই সবার নীচে রয়েছেন। তাঁর কথায়, “আমরা যোগ্য দল হিসাবেই সবার নীচে রয়েছি। এতটাই খারাপ ক্রিকেট খেলেছি আমরা। এর থেকে লুকোনোর কোনও জায়গা নেই।”

Advertisement
আরও পড়ুন