Ranji Trophy 2024-25

রঞ্জি ফাইনালে শতরান দানিশের, ৮৬ করুণের, বিদর্ভের হয়ে ওপেন করলেন এক স্পিনার!

কেরলের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বিদর্ভ ৪ উইকেট তুলেছে ২৫৪ রান। তবে শুরুতে চমক দেয় বিদর্ভ। ওপেন করতে নামেন দলের স্পিনার পার্থ রাজেশ রেখাড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮
Danish Malewar

দানিশ মালেওয়ার। ছবি: পিটিআই।

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনই শতরান করলেন দানিশ মালেওয়ার। রান পেলেন করুণ নায়ারও। কেরলের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বিদর্ভ ৪ উইকেট তুলেছে ২৫৪ রান। তবে শুরুতে চমক দেয় বিদর্ভ। ওপেন করতে নামেন দলের স্পিনার পার্থ রাজেশ রেখাড়ে।

Advertisement

টস জিতে বিদর্ভকে ব্যাট করতে পাঠান কেরলের অধিনায়ক সচিন বেবি। বিদর্ভের হয়ে ওপেন করেন পার্থ। তিনি সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ন’নম্বরে। ফাইনালে নামলেন ওপেন করতে। সেমিফাইনালের প্রথম ইনিংসে যদিও তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।

এ বারের রঞ্জি সেমিফাইনালেই অভিষেক হয় পার্থের। তিনি স্পিনার হলেও ব্যাট করতে পারেন। সেই কারণেই ওপেন করতে নামায় বিদর্ভ। কিন্তু ফাইনালে প্রথম ওভারেই আউট হয়ে যান পার্থ। মাত্র দু’টি বল খেলে আউট হয়ে যান তিনি। ২৪ রানের মধ্যে তিন উইকেট চলে যায় বিদর্ভের। ধ্রুব শোরে (১৬) এবং দর্শন নলকন্ডে (১) রান পাননি। বিদর্ভকে ম্যাচে ফেরান দানিশ এবং করুণ। তাঁরা জুটিতে ২১৫ রান করেন। করুণ ৮৬ রান করে রান আউট হয়ে যান। মাত্র ১৪ রানের জন্য শতরান করতে পারেননি।

দানিশ ২৫৯ বলে ১৩৮ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজ়ে রয়েছেন যশ ঠাকুর। ১৩ বলে ৫ রান করে অপরাজিত তিনি। কেরলের হয়ে দু’টি উইকেট নিয়েছেন এমডি নিদেশ। একটি উইকেট নিয়েছেন ইডেন অ্যাপলটন।

Advertisement
আরও পড়ুন