IPL 2025

যানজট এড়াতে ভরসা মেট্রো, দলের খেলা দেখতে দিল্লির কর্ণধার মাঠে গেলেন সমর্থকদের সঙ্গে

মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মাঠে গিয়ে দলের খেলা দেখার সিদ্ধান্ত নেন দিল্লির অন্যতম কর্ণধার পার্থ জিন্দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:২৭
Picture of Parth Jindal

পার্থ জিন্দল। —ফাইল চিত্র।

দিল্লির যানজট এড়িয়ে দ্রুত অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছোতে মেট্রোর উপর ভরসা রাখেন পার্থ জিন্দল। খেলা শুরুর আগে স্টেডিয়ামে পৌঁছোতে নিজের গাড়ির উপর ভরসা রাখতে পারেননি দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার।

Advertisement

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দু’দলের কাছেই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। মাঠে গিয়ে দলের খেলা দেখার সিদ্ধান্ত নেন পার্থ। কিন্তু হাতে বেশি সময় ছিল না। তাই গাড়ির পরিবর্তে পার্থ বেছে নেন মেট্রো। সাধারণ মানুষের ভিড়ে মিশে পৌঁছে যান স্টেডিয়ামে। বসার জায়গাও পাননি তিনি। গোটা রাস্তা দাঁড়িয়ে থাকেন। মেট্রোযাত্রার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন পার্থ। তাঁর সাধারণ মানুষের সঙ্গে পথ চলার মানসিকতার প্রশংসা করেছেন অনেকে।

অক্ষর পটেলেরা অবশ্য অজিঙ্ক রাহানেদের হারাতে পারেননি। ঘরের মাঠে হারতে হয়েছে দিল্লিকে। দিল্লির ২২ গজে জয়ের ফলে আইপিএলের প্লে-অফে দৌড়ে টিকে রয়েছে কেকেআর।

Advertisement
আরও পড়ুন