উচ্ছ্বাস জেমাইমা রদ্রিগেজ়দের। ছবি: বিসিসিআই।
মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম হার স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। জেমাইমা রদ্রিগেজ়ের দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হারল বেঙ্গালুরু। প্রথম ব্যাট করে ১০৯ রান করেন মন্ধানারা। জবাবে ১৫.৪ ওভারে ৩ উইকেটে ১১১ দিল্লির।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জেমাইমা। বডোদরার ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারল না বেঙ্গালুরু। অধিনায়ক মন্ধানা ছাড়া ২২ গজে কেউ দাঁড়াতেই পারলেন না দিল্লির বোলিং আক্রমণের সামনে। ধারাবাহিক ভাবে উইকেট হারাল মন্ধানার দল। ওপেনার গ্রেস হ্যারিস ৯ রান করে আউট হয়ে যান। তাঁর পর একে একে ফিরে যান জর্জিয়া ভল (১১), গৌতমী নায়েক (৩), রিচা ঘোষ (৫), নাদিন ডি ক্লার্ক (৫), অরুন্ধতী রেড্ডিরা (২)। কেউই দলকে ভরসা দিতে পারেননি। ২২ গজের এক প্রান্ত আগলে একা লড়াই করেন মন্ধানা। ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৩৮ রান করেন তিনি। কিছুটা লড়াইয়ে চেষ্টা করেন রাধা যাদব। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলেন রাধা।
দিল্লির বোলারদের মধ্যে সফলতম নন্দিনী শর্মা ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৭ রানে ২ উইকেট মারিজ়ান কাপের। ১৮ রানে ২ উইকেট নিয়েছেন মিন্নু মানি। ২২ রানে ২ উইকেট চিনেলে হেনরির। ১৪ রান দিয়ে ১ উইকেট শ্রী চরণীর।
জয়ের জন্য ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি দিল্লিও। দুই ওপেনার শেফালি বর্মা (১৬) এবং লিজ়েল লি (৬) দ্রুত আউট হয়ে যান। ২৪ রানে ২ উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন তিন নম্বরে নামা লরা উলভার্ট এবং চার নম্বরে নামা অধিনায়ক জেমাইমা। ২৬ বলে ২৪ রান করে আউট হন জেমাইমা। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার। উলভার্ট দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তাঁকে সঙ্গ দেন কাপ। উলভার্ট শেষ পর্যন্ত করেন ৩৮ বলে ৪২। মারেন ৪টি চার এবং ১টি ছক্কা। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন কাপ। ৩টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। বেঙ্গালুরুর সফলতম বোলার সায়ালি সাতঘরে ১৮ রানে ২ উইকেট নিলেন। ১০ রানে ১ উইকেট রাধার।
এ দিন হারের ফলে ছ’ম্যাচে মন্ধানার বেঙ্গালুরুর পয়েন্ট থাকল ১০। অন্য দিকে, ছ’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল জেমাইমার দিল্লি।