IPL 2025

না খেলেও আইপিএলে শাস্তি! জরিমানা দিল্লির বোলিং কোচের, কী অপরাধ মুনাফের

বুধবার আইপিএলে রাজস্থানকে সুপার ওভারে হারিয়েছে দিল্লি। তবে জিতেও শান্তি নেই দিল্লির। ম্যাচের পর শাস্তি পেয়েছেন দলের বোলিং কোচ মুনাফ পটেল। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:২০
cricket

মুনাফ পটেল। ছবি: সমাজমাধ্যম।

বুধবার আইপিএলে রাজস্থানকে সুপার ওভারে হারিয়েছে দিল্লি। মিচেল স্টার্কের দু’টি ওভার হিসাব বদলে দিয়েছে। তবে জিতেও শান্তি নেই দিল্লির। ম্যাচের পর শাস্তি পেয়েছেন দলের বোলিং কোচ মুনাফ পটেল। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Advertisement

ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের শৃঙ্খলাবিধির ২.২০ ধারা ভেঙেছেন মুনাফ। খেলার স্বার্থের পরিপন্থী, এমন কাজের জন্যই এই শাস্তি দেওয়া হয়। মুনাফ নিজে এই শাস্তি মেনে নিয়েছেন। কী কারণে মুনাফ এই শাস্তি পেয়েছেন তা বোর্ডের তরফে স্পষ্ট করে বলা হয়নি।

তবে সূত্রের খবর, ম্যাচের মাঝে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্যই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। দলের দ্বাদশ ব্যক্তিকে জল নিয়ে মাঠে পাঠাতে চেয়েছিলেন মুনাফ। আসল উদ্দেশ্য ছিল ক্রিজ়‌ে থাকা ব্যাটারদের উদ্দেশে বার্তা পাঠানো। তবে চতুর্থ আম্পায়ার অনুমতি দেননি। তখনই তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন মুনাফ। তাঁকে হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলতে দেখা গিয়েছে।

এ বছরই দিল্লিতে যোগ দিয়েছেন মুনাফ। তবে আইপিএলে কোনও দিন দিল্লির হয়ে খেলেননি। রাজস্থান, মুম্বই এবং অধুনালুপ্ত গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন। ৬৩টি ম্যাচে ৭৪টি উইকেট রয়েছে তাঁর। তবে বার বার চোট পেয়েছেন। সে কারণে ক্রিকেটজীবন দীর্ঘায়িত হয়নি।

ভারতের হয়ে ১৩টি টেস্টে ৩৫টি উইকেট নিয়েছেন। ৭০টি এক দিনের ম্যাচে ৮৬টি উইকেট নিয়েছেন। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুনাফ।

Advertisement
আরও পড়ুন