England creates ODI record

এক দিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের, ভেঙে গেল ভারতের আড়াই বছরের পুরনো নজির

এক দিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। রবিবার সাউদাম্পটনে তৃতীয় এক দিনের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৩৪২ রানে। কী নজির গড়েছে তারা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৯
cricket

ইংল্যান্ড ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

এক দিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। রানের নিরিখে সবচেয়ে বেশি ব্যবধানে জেতার নজির গড়ল তারা। রবিবার সাউদাম্পটনে তৃতীয় এক দিনের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৩৪২ রানে। এত বড় জয় এক দিনের ক্রিকেটে আর কোনও দলের নেই। ইংল্যান্ড ভেঙে দিয়েছে ভারতের আড়াই বছরের পুরনো নজির।

Advertisement

২০২৩-এর জানুয়ারিতে তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১৭ রানে জিতেছিল ভারত। এতটাই পর্যন্ত সেটাই ছিল রানের নিরিখে বৃহত্তম জয়। সেই নজির ভেঙে দিল ইংল্যান্ড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩-এর বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩০৯ রানে জিতেছিল তারা। চার নম্বরে জ়িম্বাবোয়ে। সে বছরই আমেরিকাকে ৩০৪ রানে হারিয়েছিল তারা। পঞ্চম স্থানে ভারত। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছিল তারা।

এক দিনের ক্রিকেটে এটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম পরাজয়। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৬ রানে হেরেছিল তারা। তার আগে ভারতের বিরুদ্ধে ২৪৩ রানে হেরেছিল। ইংল্যান্ডকে হারিয়ে আগেই এক দিনের সিরিজ় জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেটাই তাদের একমাত্র সান্ত্বনা।

রবিবার সাউদাম্পটনে আগে ব্যাট করে ৪১৪/৫ তোলে ইংল্যান্ড। শতরান করেন জো রুট এবং জেকব বেথেল। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছিল ইংল্যান্ড। বেন ডাকেট (৩১) আউট হওয়ার পর চালিয়ে খেলতে থাকেন জেমি স্মিথ (৬২)। তিনি আউট হওয়ার পর তৃতীয় উইকেটে রুটের সঙ্গে ১৮২ রানের জুটি গড়েন বেথেল। রুট ধরে খেললেও বেথেল আক্রমণাত্মক খেলছিলেন। ১৩টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৮২ বলে ১১০ রানে আউট হন তিনি। এর পর ইংল্যান্ডকে চারশোর গন্ডি পার করে দেন জস বাটলার (৩২ বলে ৬২) এবং উইল জ্যাকস (৮ বলে ১৯)।

জবাবে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। তাদের মাত্র তিন জন ব্যাটার দু’অঙ্কের রান করেন। চোট পাওয়ায় টেম্বা বাভুমা ব্যাট করতে পারেননি। ট্রিস্টান স্টাবস (১০), করবিন বশ (২০) এবং কেশব মহারাজ (১৭) দু’অঙ্কের রান করেন। ভাল বল করেন জফ্রা আর্চার। তিনটি মেডেন-সহ ৯ ওভার বল করে ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স ২টি এবং আদিল রশিদ ৩টি উইকেট নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন