India vs England

এক দিন আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, ফিরলেন লাল বলের অন্যতম সেরা ক্রিকেটার

টেস্টে ধারাবাহিক ভাবে রান করা ব্যাটারকে আবার এক দিনের ক্রিকেটে ফেরাল ইংল্যান্ড। ম্যাচের এক দিন আগেই ঘোষণা করল প্রথম একাদশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫
jos buttler

জস বাটলার। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেটে ফিরলেন জো রুট। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের পর আবার ৫০ ওভারের দলে ফিরলেন তিনি। টেস্টে ধারাবাহিক ভাবে রান করা ব্যাটারকে আবার এক দিনের ক্রিকেটে ফেরাল ইংল্যান্ড। ম্যাচের এক দিন আগেই ঘোষণা করল প্রথম একাদশ।

Advertisement

রুট শেষ বার ইংল্যান্ডের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলেছিলেন ভারতের মাটিতেই। ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে খেলেছিলেন তিনি। তার পর আবার ৫০ ওভারের ক্রিকেট খেলতে নামছেন রুট। ভারতের মাটিতেই খেলবেন। তবে এ বার নাগপুরে। এক দিনের ক্রিকেটে তিন ম্যাচের সিরিজ় খেলবে ভারত এবং ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই ম্যাচ। বিশ্বকাপে ন’ম্যাচে ২৭৬ রান করেছিলেন রুট। তাঁর গড় ছিল ৩০.৬৬। তিনটি অর্ধশতরান করেছিলেন। বুধবার তাঁর প্রশংসা শোনা গেল অধিনায়ক জস বাটলারের গলায়।

ইংরেজ অধিনায়ক বাটলার বলেন, “অন্যতম সেরা ক্রিকেটার রুট। সব ধরনের ক্রিকেট খেলতে পারে। দীর্ঘ দিন ৫০ ওভারের ক্রিকেট খেলেছে। এক দিনের ক্রিকেটে ওর অভিজ্ঞতা প্রচুর। আমাদের দলের তরুণদের জন্য সেই অভিজ্ঞতা কাজে লাগবে। ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার রুট।”

এক দিনের ক্রিকেটে রুট ১৭১টি ম্যাচ খেলেছেন। ৬৫২২ রান করেছেন। ১৬টি শতরান আছে তাঁর ৫০ ওভারের ক্রিকেটে। গড় ৪৭.৬০। তাঁকে রেখেই নাগপুরের প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রথম একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, আদিল রশিদ এবং সাকিব মাহমুদ।

Advertisement
আরও পড়ুন