ICC Women ODI World CUP 2025

৬৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকা! ১০ উইকেটে জিতে মহিলাদের বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

মহিলাদের এক দিনের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং ভরাডুবি দক্ষিণ আফ্রিকার। সুযোগ কাজে লাগিয়ে ১০ উইকেটে জিতল চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৯:০২
picture of cricket

ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: আইসিসি।

মহিলাদের এক দিনের বিশ্বকাপে সহজ জয় পেল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেট উড়িয়ে দিলেন ন্যাট শিভার ব্রান্টেরা। প্রথমে ২০.৪ ওভারে ৬৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ১৪.১ ওভারে ৭৩ রান তুলে জয় ছিনিয়ে নেন ব্রান্টেরা।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্রান্ট। গুয়াহাটির ২২ গজে প্রথমে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারলেন না দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারেরা। ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে প্রথম থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করেন তাঁরা। ছ’নম্বরে ব্যাট করতে নামা সিনালো জাফটা ছাড়া কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি। জাফটা করেন ২২। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান অতিরিক্ত ৮! ইংল্যান্ডের বোলারেরা ভাগাভাগি করে নিয়েছেন প্রতিপক্ষের উইকেটগুলি। সফলতম লিনসে স্মিথ ৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ৫ রানে ২ উইকেট ব্রান্টের। ১৪ রানে ২ উইকেট চার্লি ডিনের। ১৯ রানে ২ উইকেট সোফি একলেস্টোনের। সতীর্থদের এমন দাপটের দিনে ব্যর্থ জোরে বোলার লরেন বেল। তিনি ৪ ওভারে ২৪ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন।

জয়ের জন্য ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনও সমস্যাতেই পড়তে হয়নি ইংল্যান্ডের দুই ওপেনারকে। দক্ষিণ আফ্রিকার বোলারদের সহজে খেলেছেন ট্যামি বিউমন্ট এবং অ্যামি জোন্স। বিউমন্ট ৩৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন। মারেন তিনটি চার। জোন্স অপরাজিত থাকেন ৫০ বলে ৪০ রানের ইনিংস খেলে। ৬টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বোলারেরা ১২ রান অতিরিক্ত দিয়ে ইংরেজদের কাজ আরও সহজ করে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন