Viral Video

ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো রাস্তায় ছুটল বিধায়কের কনভয়, তাকিয়ে দেখল পুলিশ! ভিডিয়ো ভাইরাল

রাস্তার যে দিক থেকে গাড়ি চলাচল করছে, তার বিপরীত দিক দিয়ে পর পর তিনটি এসইউভি এগিয়ে যায়। ট্রাফিক নিয়ম ভাঙলেও গাড়িগুলিকে আটকাতে দেখা যায়নি ট্রাফিক পুলিশকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চলাচল করছে। কোনও প্রতিকূল পরিস্থিতিও তৈরি হয়নি। তা সত্ত্বেও ট্রাফিক নিয়ম ভেঙে ‘নো এন্ট্রি’ দিয়ে কনভয় গেল বিধায়কের। রাস্তার যে দিক থেকে গাড়ি আসছিল, তার বিপরীত দিকে বিধায়কের কনভয় চলে যায়। পর পর তিনটি এসইউভি ট্রাফিক নিয়ম ভাঙে। পিছনের গাড়িতে থাকা এক ব্যক্তি সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইয়েঠিককরকেদিখাও’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার যে দিক দিয়ে গাড়ি চলাচল করছে, তার বিপরীত দিকে পর পর তিনটি এসইউভি এগিয়ে যায়। ট্রাফিক নিয়ম ভাঙলেও গাড়িগুলিকে আটকাতে দেখা যায়নি ট্রাফিক পুলিশকে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, কানপুরের বিজেপি বিধায়ক মহেশ ত্রিবেদীর কনভয় ছিল সেটি।

ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে সেই গাড়িগুলি উল্টো রাস্তা দিয়ে বিপরীত দিকে চলে যায়। ভিডিয়োটি দেখে নেটপাড়ার একাংশ ক্ষোভপ্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিধায়কের জন্য কি ট্রাফিক নিয়মে ছাড় রয়েছে? এর ফলে তো দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। তার দায় কে নেবেন?’’

চলতি বছরের সেপ্টেম্বরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। কিদওয়াই নগরের বিধায়ক দাবি করেছিলেন যে, বিধায়কেরা শুধুমাত্র বেতনই পান না। বরং তাঁদের নিজ নিজ বিধায়ক তহবিল থেকে ‘১০ শতাংশ কমিশন’ও পান।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিজেপির নিচুতলার কর্মীদের প্রসঙ্গে মহেশ জানিয়েছিলেন যে, তাঁরা ‘শ্রমের বিনিময়ে কিছুই পান না’, অথচ বিধায়কেরা কমিশন এবং বেতন পেয়ে দুই দিক থেকেই লাভবান হন। মহেশের এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তোলপাড় হয়েছিল। ট্রাফিক নিয়ম ভেঙে কনভয় নিয়ে যাওয়ার জন্য ফের বিতর্কের মুখে পড়লেন বিজেপির সেই বিধায়ক।

Advertisement
আরও পড়ুন