T20I World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলঘোষণা আফগানিস্তানের, রশিদের উপরেই ভরসা রাখল আফগান বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল আফগানিস্তান। ১৫ জনের দল জানিয়েছে তারা। পাশাপাশি রিজ়ার্ভে তিন ক্রিকেটারকে রাখা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭
cricket

রশিদ খান। —ফাইল চিত্র।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ১৫ জনের দল ঘোষণা করে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ খানের উপরেই ভরসা রেখেছে তারা। রশিদের নেতৃত্বেই খেলতে নামবে আফগানিস্তান। ১৫ জনের দলের পাশাপাশি তিন জনকে রিজ়ার্ভে রেখেছে আফগানিস্তান।

Advertisement

এ বার ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাটিতে আফগানিস্তানের রেকর্ড ভাল। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে ভাল খেলেছিল তারা। সেই ফর্মই ধরে রাখতে চাইবেন রশিদেরা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। এ বারের বিশ্বকাপেও ভাল খেলার লক্ষ্যে নামবে তারা।

বিশ্বকাপের আগে প্রস্তুতিও সারবে আফগানিস্তান। ১৯ থেকে ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রশিদেরা।

আফগানিস্তান দলে ফিরেছেন অভিজ্ঞ গুলবদিন নইব ও নবীন উল হক। গুলবদিন মিডল অর্ডারে ভরসা দেবেন। নবীন আবার নতুন ও পুরনো দুই বলেই কার্যকরী ভূমিকা নিতে পারেন। বাংলাদেশ সিরিজ়ে খেলতে না পারলেও বিশ্বকাপের দলে ফিরেছেন ফজ়লহক ফারুকি।

রশিদের সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন মহম্মদ নবি ও মুজিব উর রহমান। জল্পনা চলছিল যে, আল্লা গজ়নফরকে বিশ্বকাপের দলে দেখা যেতে পারে। কিন্তু নেওয়া হয়নি তাঁকে। রিজ়ার্ভে রয়েছেন এই তরুণ স্পিনার।

৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। ১১ ফেব্রুয়ারি অহমদাবাদে দক্ষিণ আফ্রিকা, ১৬ ফেব্রুয়ারি দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহি ও ১৯ ফেব্রুয়ারি চেন্নাইয়ে কানাডার বিরুদ্ধে খেলবে তারা।

আফগানিস্তানের বিশ্বকাপের দল— রশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, আবদুল্লা আহমদজাই, সেদিকুল্লা অটল, ফজ়লহক ফারুকি, রহমানুল্লা গুরবাজ়, নবীন উল হক, মহম্মদ ইশাক, শহিদুল্লা কামাল, মহম্মদ নবি, গুলবদিন নইব, আজমাতুল্লা ওমরজাই, মুজিব উর রহমান, দারউইশ রসলু, ইব্রাহিন জ়াদরান।

রিজ়ার্ভ— আল্লা গজ়নফর, ইজাজ় আহমদজাই, জিয়া উর রহমান শরিফি।

Advertisement
আরও পড়ুন