India vs England 2025

টেস্ট সিরিজ় শুরুর সাড়ে তিন মাস আগে সুবিধা পেয়ে গেল ভারত, অনিশ্চিত ইংরেজ বোলার

স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের অবসরের পর লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বোলিং আক্রমণের ভরসা মার্ক উড। অথচ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তাঁকেই সম্ভবত পাবে না ইংল্যান্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১০:৩৪
picture of Gautam Gambhir and Rohit Sharma

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর তিন মাস আগেই সুখবর ভারতীয় দলের জন্য। চোটের জন্য ভারতের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উড। হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

Advertisement

বেশ কিছু দিন ধরে হাঁটুর চোট ভোগাচ্ছে উডকে। চোট সারানোর জন্য চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করালেন উড। এ জন্য চার মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর চোটের জন্য পুরো ১০ ওভার বল করতে পারেননি তিনি। আট ওভার বল করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি তিনি। পাকিস্তান থেকে দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, গত বৃহস্পতিবার উডের অস্ত্রোপচার হয়েছে।

ইসিবির ওয়েবসাইটে উড বলেছেন, ‘‘গত বছরের শুরু থেকে ইংল্যান্ডের হয়ে তিন ধরনের ক্রিকেট খেলেছি। তার পর এত দিনের জন্য মাঠের বাইরে থাকাটা কষ্টের। হাঁটুর সমস্যা সামলে আবার মাঠে ফেরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এই সময় পাশে থাকার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সতীর্থ, কোচ, ইসিবিকে ধন্যবাদ।’’

আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ়। পঞ্চম টেস্ট শেষ হওয়ার কথা ৪ অগস্ট। এই সিরিজ় দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে দু’দেশ। স্বাভাবিক ভাবেই দু’দলের কাছেই এই সিরিজ়ের গুরুত্ব রয়েছে। ইসিবি জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন উড। তেমন হলে ভারতের বিরুদ্ধে শেষ দু’টি টেস্ট খেলতে পারেন। সে সময় তিনি পাঁচ দিনের ম্যাচ খেলার মতো ধকল নিতে পারবেন কিনা, তার উপর নির্ভর করবে সব কিছু। উল্লেখ্য, গত বছরও কনুইয়ের চোটের জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল ইংরেজ ক্রিকেটারকে।

স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের অবসরের পর লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম ভরসা উড। তিনি না থাকায় নিঃসন্দেহে বেন স্টোকসের দলের শক্তি কমবে। ফলে ইংল্যান্ডের মাটিতে কিছুটা হলেও সুবিধা হতে পারে রোহিত শর্মাদের।

Advertisement
আরও পড়ুন