Prasidh Krishna Head Injury

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল ঘোষণার ঠিক আগে মাথায় চোট, মাঠ ছাড়তে হল প্রসিদ্ধকে

ইংল্যান্ড সফরে কোচ গৌতম গম্ভীরের অন্যতম ভরসা ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর জুটি কার্যকর হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৩
Fast bowler Prasidh Krishna suffered a head injury in India A vs Australia A match

এখন কেমন আছেন প্রসিদ্ধ? —ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে অনিশ্চিত প্রসিদ্ধ কৃষ্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভাল বল করা জোরে বোলার বুধবার মাথায় চোট পেয়েছেন। ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ব্যাট করার সময় চোট পেয়েছেন প্রসিদ্ধ।

Advertisement

ইংল্যান্ড সফরে গৌতম গম্ভীরের অন্যতম ভরসা ছিলেন প্রসিদ্ধ। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর জুটি কার্যকর হয়েছিল। কিন্তু তাঁকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ়ে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বুধবার ব্যাট করার সময় চোট পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার জোরে বোলার হেনরি থ্রনটনের বল তাঁর মাথায় লাগে। ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ৩৯তম ওভারে। দলের ফিজিয়ো চোটের জায়গা পরীক্ষা করেন। প্রসিদ্ধ উঠে যেতে চান কিনা, জানতে চান। তবে দল চাপে থাকায় খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রসিদ্ধ। মাথায় চোট পাওয়ার পরও ৩ ওভার ব্যাট করেন প্রসিদ্ধ। তার পর উঠে যান। মাঠ ছাড়ার সময় তাঁর রান ছিল ১৬। সাই সুদর্শনের সঙ্গে ভাল জুটি তৈরি করেও খেলা থামাতে বাধ্য হন প্রসিদ্ধ।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, প্রসিদ্ধকে ঘিরে উদ্বেগের কিছু নেই। ভারত ‘এ’ দলের এক কর্তা বলেছেন, ‘‘প্রসিদ্ধ ভাল রয়েছে। আমরা ওর দিকে খেয়াল রাখছি। বৃহস্পতিবার সকালে চোটের পরিস্থিতি বুঝে ওকে খেলানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে জোরে বোলার হিসাবে থাকতে পারেন বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ এবং আকাশ দীপ। প্রসিদ্ধের চোট খানিকটা উদ্বেগে রাখবে অজিত আগরকরদের।

Advertisement
আরও পড়ুন