ICC T20 World Cup 2026

বিশ্বকাপ নিয়ে ভাবতে চাইছেন না শরিফুল, যে কোনও সিদ্ধান্ত মেনে নিতে তৈরি বাংলাদেশের বোলার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত দেখা যাবে না বাংলাদেশকে। বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ হয়ে যাওয়ায় হতাশ শরিফুল ইসলাম। আর বিশ্বকাপ নিয়ে ভাবতেই চাইছেন না বাংলাদেশের জোরে বোলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯
picture of cricket

শরিফুল ইসলাম। ছবি: এক্স।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভবত শেষপর্যন্ত বাংলাদেশকে ছাড়াই আয়োজন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশকে খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে বলে আইসিসির বোর্ডে সিদ্ধান্ত হয়েছে ভোটাভুটির মাধ্যমে। তার পরও ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হতে বসেছে লিটন দাস, মেহদি হাসান মিরাজ, শরিফুল ইসলামদের। তা নিয়ে মুখ খুলেছেন শরিফুল।

Advertisement

বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ হয়ে যাওয়ায় হতাশ শরিফুল। বাংলাদেশের সংবাদমাধ্যমে ‘ডেইলি স্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের জোরে বোলার বলেছেন, ‘‘আমাদের কাজ পারফর্ম করা। আমরা শুধু ভাল খেলার চেষ্টা করতে পারি। ক্রিকেটার হিসাবে কী ভাবে আরও ভাল পারফর্ম করতে পারব, আমরা শুধু সেটাই ভাবছি। সকলে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমিও সেটাই করি।’’

আপনাদের কি সত্যিই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে না? শরিফুল বলেছেন, ‘‘বিশ্বকাপ খেলতে যাওয়া বা না যাওয়া আমাদের হাতে নেই। বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের ক্রিকেটীয় অভিভাবকেরা যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটা মেনে নেব। আমরা তাঁদের সিদ্ধান্তকে সম্মান করি। যে বিষয়ে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই, তা নিয়ে কথা বলার কোনও মানে হয় না।’’

বিশ্বকাপ না খেলতে পারা কি আপনাদের কাছে মানসিক ধাক্কা নয়? শরিফুল বলেছেন, ‘‘আমরা জানি না কী হতে চলেছে। তাই এটা নিয়ে না ভেবে নিজেদের খেলা নিয়ে ভাবাই ভাল।’’ সরাসরি না বললেও বর্তমান অনিশ্চয়তার পরিস্থিতি নিয়ে হতাশা গোপন করেননি বাংলাদেশের জোরে বোলার।

Advertisement
আরও পড়ুন