ICC Champions Trophy 2025

বিরাটেরা অনুশীলনের ধরন বদলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তিন বিশেষজ্ঞের নেট ফাঁকা!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম থেকেই দেখা যাচ্ছে অনুশীলনে সাইডআর্ম বিশেষজ্ঞদের সে ভাবে প্রয়োজন পড়ছে না। ভারতীয় দলে তিন জন সাইডআর্ম বিশেষজ্ঞ রয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৪
Virat Kohli and Ravindra Jadeja

অনুশীলনে খোশমেজাজে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। ছবি: এক্স।

দুবাইয়ে অনুশীলনের জন্য তিনটি পিচ রয়েছে। একটিতে বল করছেন স্পিনারেরা, অন্যটিতে পেসারেরা এবং একটিতে অপেক্ষায় ভারতের সাইডআর্ম বা থ্রোডাউন বিশেষজ্ঞেরা। সাইডআর্ম বা থ্রোডাউন বিশেষজ্ঞেরা একটি নির্দিষ্ট জায়গা থেকে নানা ধরনের বল ছুড়ে ব্যাটারদের অনুশীলন করান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম থেকেই দেখা যাচ্ছে ভারতীয় ব্যাটারেরা স্পিনার এবং পেসারদের বিরুদ্ধে বেশি ব্যাট করছেন। সাইডআর্ম বিশেষজ্ঞদের সে ভাবে প্রয়োজন পড়ছে না। কেন এই বদল?

Advertisement

দুবাইয়ের পিচে বল থমকে আসছে। সাইডআর্ম বিশেষজ্ঞদের বিরুদ্ধে অনুশীলন করা হয় পেসারদের গতি এবং সুইং সামলানোর জন্য। কিন্তু দুবাইয়ে পিচে গতি বা সুইং কিছুই দেখা যাচ্ছে না। তাই অনুশীলনেও কোহলিরা বেশি নজর দিচ্ছেন বোলারদের বিরুদ্ধে খেলার দিকেই।

ভারতীয় দলে তিন জন সাইডআর্ম বিশেষজ্ঞ রয়েছেন। বাংলার দয়ানন্দ গরামি তাঁদের মধ্যে অন্যতম। সেই সঙ্গে রয়েছেন রাঘবেন্দ্র এবং বাঁহাতি নুয়ান সেনেভিরত্নে। তাঁরা যে নেটে রয়েছেন, অনুশীলনের জন্য সেখানে ঢুকছেন না বিরাট কোহলিরা।

GFX

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বুধবার যেমন দেখা গিয়েছে প্রথম নেটে স্পিনারেরা বল করছেন। সেখানে গা ঘামাচ্ছেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আয়ার। দ্বিতীয় নেটে রয়েছেন পেসারেরা। সেখানে বিরাট কোহলি এবং ঋষভ পন্থ পালা বদল করে অনুশীলন করছেন। আর তৃতীয় নেটে অপেক্ষা করছেন দয়ানন্দেরা।

অনুশীলনে দেখা গিয়েছে কুলদীপ যাদবের বিরুদ্ধে রিভার্স সুইপ খেলার চেষ্টা করছেন রাহুল। কিন্তু বার বার ব্যর্থ হচ্ছেন তিনি। পাকিস্তান ম্যাচে রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলেন শ্রেয়স। যদিও তিনি খুব স্বচ্ছন্দে সেই শট খেলতে পেরেছিলেন বলে মনে হয়নি।

রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন রোহিতেরা। সেই লক্ষ্য নিয়েই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে নামবে ভারত।

Advertisement
আরও পড়ুন