One8 Commune

রুটি ১১৮ টাকা, ভাত ৩১৮ টাকা, কিশোর কুমারের বাংলোয় বিরুষ্কার রেস্তরাঁয় খাবারের দাম কেমন?

আলোচনায় বিরাট কোহলির মুম্বইয়ের রেস্তরাঁ ‘ওয়ান ৮ কমিউন’। কিশোর কুমারের জুহুর বাংলো ‘গৌরী কুঞ্জ’-এ ২০২২ সাল থেকে চলছে রেস্তরাঁটি। সেখানকার খাবারের দাম পাল্লা দিতে পারে গৌরী খান, মৌনী রায়ের রেস্তরাঁর সঙ্গে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৪৭
picture of virat kohli

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

গৌরী খান, মৌনী রায়ের পর আলোচনায় বিরাট কোহলির রেস্তরাঁ। কারণ সেই একই, খাবারের দাম। মুম্বইয়ে কিশোর কুমারের বাংলো ‘গৌরী কুঞ্জ’-এ কোহলি যে রেস্তরাঁ করেছেন, সেখানে একটি রুটি খাওয়ার খরচ ১১৮ টাকা!

Advertisement

মুম্বইয়ে কোহলির নতুন রেস্তরাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ। প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জুহুর বাংলো ‘গৌরী কুঞ্জ’ কিনে সেখানে রেস্তরাঁ তৈরি করেছেন কোহলি এবং অনুষ্কা শর্মা। যার নাম ‘ওয়ান ৮ কমিউন’। ২০২২ সালে চালু হওয়া রেস্তরাঁর খাদ্য তালিকা এবং দামের জন্য সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

গৌরী, মৌনীর রেস্তরাঁর পর বিরুষ্কার রেস্তরাঁর খাবারের দামও সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। বাড়ি বা অফিসে খাবার সরবরাহ করে এমন একটি অ্যাপে ‘ওয়ান ৮ কমিউন’-এর খাবারের যে দাম রয়েছে, তা অনায়াসে পাল্লা দিতে পারে গৌরীর ‘তরী’ বা মৌনীর ‘বদমাশ’-এর সঙ্গে। কোহলির রেস্তরাঁয় একটি তন্দুরি রুটির দাম ১১৮ টাকা। এক প্লেট ভাতের দাম ৩১৮ টাকা। এক প্লেট সাধারণ ফ্রায়েড রাইসের দাম ৩৪৮ টাকা। চিজ় কেকের দাম ৭৪৮ টাকা। একটি গার্লিক ব্রেড ২১৮ টাকা, খামেরি রুটি ১৪৯ টাকা, বাটার নান ১১৮ টাকা, বেবি চিজ় নান ২১৮ টাকা। কোহলি এবং অনুষ্কার পছন্দের বিভিন্ন রকম পদ পাওয়া যায় এই রেস্তরাঁয়। বিভিন্ন রকম সামুদ্রিক খাবার, টোফু স্টিক, মাশরুমের পদ, স্যালাড পাওয়া যায়। অধিকাংশ খাবারই নিরামিষ। সব রান্না হয় অলিভ তেলে।

কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে রেস্তরাঁর অন্দরসজ্জা করিয়েছেন বিরুষ্কা। সর্বক্ষণ প্রয়াত শিল্পীর বিভিন্ন গান বাজানো হয়। সঙ্গে রয়েছে কোহলির ক্রিকেটজীবনের ছোঁয়া। কোহলির ১৮ নম্বর জার্সির কথা মাথায় রেখে বিভিন্ন খাবারের দামের শেষে ১৮ রাখা হয়েছে। রেস্তোঁরার নামেও রয়েছে ‘ওয়ান ৮’। বিরুষ্কার এই রেস্তরাঁয় খেতে যাওয়া যায় প্রিয় পোষ্যকে নিয়েও। তাদের জন্যও আছে হরেক পদ। দাম ৫১৮ থেকে ৮১৮ টাকার মধ্যে। মুম্বই ছাড়াও দিল্লি, কলকাতা এবং পুণেতে রয়েছে কোহলির রেস্তরাঁ।

Advertisement
আরও পড়ুন