বিরাট কোহলির (ডান দিকে) কাছে সই করা ম্য়াচ বল উপহার পেয়েছেন বিশাল জয়সওয়াল। ছবি: ইনস্টাগ্রাম।
রাতারাতি আলোচনায় এসেছেন তিনি। বিজয় হজারে ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলিকে ৭৭ রানে আউট করেছেন গুজরাতের বিশাল জয়সওয়াল। ম্যাচ শেষে সেই কোহলির কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন অনামী স্পিনার।
গুজরাতের বিরুদ্ধে কোহলি শুরু থেকে চালিয়ে খেলছিলেন। মাত্র ২৯ বলে ৫০ রান করেন তিনি। তার পরেও হাত খুলে খেলছিলেন। দেখে মনে হচ্ছিল, বিজয় হজারেতেও পর পর দু’ম্যাচে শতরান করবেন। কিন্তু ৭৭ রানের মাথায় বাঁহাতি বিশালের বল ক্রিজ় ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন কোহলি। বল ব্যাটের সামনে পড়ে ঘোরে। ফলে ব্যাট লাগাতে পারেননি কোহলি। স্টাম্প আউট হয়ে ফেরেন তিনি। কোহলিকে আউট করার পর বিশালের উল্লাস ছিল দেখার মতো। তিনি বুঝতে পারছিলেন, তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় উইকেট নিয়েছেন। সতীর্থেরাও তাঁকে এসে জড়িয়ে ধরেন।
খেলা শেষে সেই ম্যাচের বলে সই করে তা বিশালকে উপহার দেন কোহলি। তাঁর সঙ্গে ছবিও তোলেন। এটি বিশালের কেরিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। কোহলির সঙ্গে তাঁর ছবি ও সই করা বলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিশাল। কোহলিকে বোল্ড করার ভিডিয়োও পোস্ট করেন গুজরাতের স্পিনার।
ক্যাপশনে বিশাল লেখেন, “যাঁকে বিশ্ব ক্রিকেট কাঁপাতে দেখেছি, তাঁর সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া ও শেষ পর্যন্ত তাঁর উইকেট নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কখনও ভাবিনি এটা সত্যি হবে। বিরাট ভাইয়ের উইকেট আমার সারা জীবন মনে থাকবে। এই সুযোগটা পাওয়ায় জন্য ধন্যবাদ। বিরাট ভাইয়ের উপহার আমার জীবনে পাওয়া সেরা উপহার।”
কোহলির পাশাপাশি ঋষভ পন্থ, অর্পিত রানা ও নীতীশ রানারও উইকেট নিয়েছেন বিশাল। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ফলে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রানের বেশি করতে পারেনি দিল্লি। তার পরেও তারা ৭ রানে ম্যাচ জেতে। ৪৭.৪ ওভারে ২৪৭ রানে অল আউট হয়ে যায় গুজরাত। ম্যাচের সেরা হন কোহলি।