Stuart MacGill

শর্তসাপেক্ষে জেলমুক্তি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের, কী করতে হবে মাদক কারবারে দোষী সাব্যস্ত ম্যাকগিলকে

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাদক সেবন শুরু করেন স্টুয়ার্ট ম্যাকগিল। জড়িয়ে পড়েন মাদক সরবরাহের সঙ্গে। সেই মামলায় এক বছর ১০ মাসের কারাবাস হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৭:৩১
Picture of Stuart MacGill

স্টুয়ার্ট ম্যাকগিল। ছবি: এক্স (টুইটার)।

জেল থেকে ছাড়া পেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। মাদক (কোকেন) কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় শাস্তি হয়েছিল তাঁর। সমাজসেবা করার শর্তে তাঁকে জেল থেকে মুক্তি দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত।

Advertisement

২০২১ সালের এপ্রিল মাসে এক ব্যবসায়ী এবং এক নিকট আত্মীয়ের মধ্যে মাদক সংক্রান্ত চুক্তিতে সাহায্য করার অভিযোগে দোযী সাব্যস্ত হয়েছিলেন ম্যাকগিল। আদালতে প্রাক্তন ক্রিকেটার দাবি করেছিলেন, তিনি শুধু দু’জনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। গত মার্চে নিউ সাউথ ওয়েলস জেলা আদালতে টানা আট দিন শুনানির পর তাঁর দাবি খারিজ হয়ে যায়। বিচারক ম্যাকগিলকে এক বছর ১০ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছিলেন। আইনজীবীর আবেদনের ভিত্তিতে ম্যাকগিলকে শর্তসাপেক্ষে কারাবাস থেকে মুক্তি দিয়েছে আদালত। নতুন নির্দেশে বলা হয়েছে, ৫৪ বছরের প্রাক্তন টেস্ট ক্রিকেটারকে ৪৯৫ ঘণ্টা সমাজসেবার কাজ করতে হবে এবং নিয়মিত মাদক পরীক্ষা দিতে হবে। এই শর্ত না মানলে আবার জেলে যেতে হবে তাঁকে।

ক্রিকেট থেকে অবসরের পর মাদক সেবন শুরু করেন ম্যাকগিল। ক্রমে জড়িয়ে পড়েন মাদক কারবারের সঙ্গেও। মাদক সরবরাহ শুরু করেন। বড় ব্যবসায়ীদের থেকে মাদক নিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলে ২০৮টি উইকেট নিয়েছেন ম্যাকগিল।

Advertisement
আরও পড়ুন