Stampede Outside Chinnaswamy

‘কোহলি জানলে…’, বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর সময় উৎসব দেখে অবাক প্রাক্তন ক্রিকেটার

দুর্ঘটনা সময় চিন্নাস্বামীর ভিতরে উৎসবে মেতেছিলেন বিরাট কোহলিরা। যা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসনের বিশ্বাস, কোহলি এই ব্যাপারে জানতেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৮:৫৬
Virat Kohli

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আইপিএলের জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের। যে সময় এই দুর্ঘটনা ঘটে, সেই সময় চিন্নাস্বামীর ভিতরে উৎসবে মেতেছিলেন বিরাট কোহলিরা। যা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসনের বিশ্বাস, কোহলি এই ব্যাপারে জানতেন না।

Advertisement

অনেকের মতে বুধবার চিন্নাস্বামীতে কোহলিদের উৎসব বন্ধ রাখা উচিত ছিল। কিন্তু ওয়াসন বলেন, “আমি বিশ্বাসই করি না যে, কোহলি জানত বাইরে লোক মারা গিয়েছে এবং ভিতরে উৎসব চলছে।” তাঁর মতে, আয়োজক এবং কর্নাটক সরকারের মন্ত্রীরা হয়তো জানতেন, কিন্তু কোহলি নন। ওয়াসন বলেন, “রাজনৈতিক নেতারা হৃদয়হীন হয়। ওদের চামড়া মোটা। ফ্র্যাঞ্চাইজ়িগুলোরও তাই। ওদের শুধু নজর থাকে লাভ-ক্ষতির হিসাবে। ওদের দেখাতে হবে কত লাভ হয়েছে। ওরা জানলেও জানতে পারে। কোহলি যদি জানত তা হলে সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যেত। আমি বিশ্বাস করি না, কোহলি সব কিছু জেনেও মাঠে ছিল।”

বুধবারের ঘটনার পর রাতে আরসিবির বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন কোহলি। সেই সঙ্গে লিখেছিলেন, “ভাষা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত হৃদয়বিদারক।”

বুধবার বিকাল সাড়ে ৪টে নাগাদ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর পরেও স্টেডিয়ামের ভিতরে উল্লাস চলে। নাচ-গান হয়। ট্রফি নিয়ে উৎসব করেন কোহলিরা। যদিও তার ৬ ঘণ্টা পর আরসিবি কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানান, পদপিষ্টের খবর তাঁরা প্রথমে জানতেন না।

Advertisement
আরও পড়ুন