R Ashwin on ODI Cricket Future

রোহিত-কোহলি অবসর নেওয়ার পর কী হবে? এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অশ্বিন

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন কি না, তা নিয়ে নিশ্চয়তা নেই। তার মাঝেই এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৭:১১
cricket

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রবিচন্দ্রন অশ্বিন। তাঁর প্রশ্ন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পর আর ৫০ ওভারের ক্রিকেট থাকবে তো? ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন কি না, তা নিয়ে নিশ্চয়তা নেই। রোহিত, কোহলি অবসর নেওয়ার পর এক দিনের ক্রিকেট আর কেউ দেখবেন কি না, সেই প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন স্পিনার।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, “২০২৭ সালের পর এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি জানি না কী হবে। আমি বিজয় হজারে দেখছি। কিন্তু যে উৎসাহ নিয়ে মুস্তাক আলি টি২০ দেখেছি, সেই উৎসাহ পাচ্ছি না।”

অশ্বিনের মতে, টেস্ট ও টি-টোয়েন্টি নিয়ে কোনও চিন্তা নেই। কিন্ত এক দিনের ক্রিকেট জনপ্রিয়তা হারাচ্ছে। তিনি বলেন, “আমাদের ভাবতে হবে, দর্শকেরা কী চাইছেন। আমার মতে, টেস্ট ক্রিকেটের নির্দিষ্ট দর্শক রয়েছেন। তাই টেস্টের ভয় নেই। টি-টোয়েন্টি তো ক্রমশ জনপ্রিয় হচ্ছে। কিন্তু সমস্যায় পড়েছে এক দিনের ক্রিকেট। এই ফরম্যাটের জনপ্রিয় হওয়ার কোনও জায়গা নেই।”

রোহিত, কোহলির মতো ক্রিকেটার যত দিন এক দিনের ক্রিকেট খেলছেন, তত দিন দর্শক দেখবেন। কিন্তু তাঁরা ছেড়ে দেওয়ার পর কী হবে তা নিয়ে চিন্তায় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বাধিক (৭৬৫) উইকেটের মালিক। অশ্বিন বলেন, “দেখুন, রোহিত, কোহলি খেলছে বলেই লোকে বিজয় হজারে দেখছে। আমরা জানি, কোনও খেলা এক বা দু’জন ব্যক্তির থেকে বড় হতে পারে না। কিন্তু রোহিত, কোহলি এই ফরম্যাটকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ওরা তো সারা জীবন খেলবে না। ২০২৭ সালের বিশ্বকাপের পর অবসর নেবে। তখন কী হবে?”

টি-টোয়েন্টির প্রভাবে এক দিনের ক্রিকেট আগের থেকে বদলে গিয়েছে। আর সেখানেই সমস্যা হয়েছে। এমনটাই মনে করেন অশ্বিন। তিনি বলেন, “এক সময় এক দিনের ক্রিকেটের আলাদা জনপ্রিয়তা ছিল। এই ফরম্যাট মহেন্দ্র সিংহ ধোনির মতো ক্রিকেটারের জন্ম দিয়েছে। ধোনি ১০-১৫ ওভার দৌড়ে রান নেওয়ার দিকে মন দিত। শেষ দিকে হাত খুলত। কিন্তু এখন তো আর ধোনির মতো ক্রিকেটার নেই। কারণ, দুটো নতুন বলে খেলা হচ্ছে। পাঁচ ফিল্ডার ৩০ গজ বৃত্তের মধ্যে থাকছে। এতে ব্যাট-বলের লড়াই হচ্ছে না।”

তবে এখান থেকেও এক দিনের ক্রিকেটকে বাঁচানো সম্ভব। তার জন্য আইসিসি-কে কড়া সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মত অশ্বিনের। তিনি বলেন, “এখন প্রতি বছর কোনও না কোনও বিশ্বকাপ হচ্ছে। আইসিসি লাভের জন্য সেটা করছে। কিন্তু তার খারাপ প্রভাব পড়ছে।” অশ্বিনের মতে, আইসিসি-র উচিত ফিফা-কে দেখে শিক্ষা নেওয়া। তিনি বলেন, “ফুটবলে সারা বছর ধরে বিভিন্ন দেশে লিগ হয়। চার বছর অন্তর বিশ্বকাপ হয়। সকলে মুখিয়ে থাকে। ক্রিকেটেও সেটা করতে হবে। দ্বিপাক্ষিক সিরিজ় হবে। লিগ হবে। কিন্তু বিশ্বকাপ চার বছর অন্তর হবে। তা হলে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে। একমাত্র সে ক্ষেত্রেই এক দিনের ক্রিকেট বাঁচবে।”

Advertisement
আরও পড়ুন