আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শুরু হবে এই প্রতিযোগিতা। আইপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ মার্চ। ফাইনালের সম্ভাব্য তারিখ ৩১ মে। কিন্তু এই বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি, প্রতিযোগিতার চূড়ান্ত সূচিও তৈরি করা যায়নি। এর নেপথ্যে রয়েছে সম্পূর্ণ অক্রিকেটীয় এক কারণ।
চলতি বছরে চার রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচ্চেরীতে রয়েছে বিধানসভা ভোট। সাধারণত, এপ্রিল-মে মাসে ভোট হয়। সেই সময়েই আইপিএল হওয়ার কথা। চার রাজ্যে আইপিএলের খেলা হওয়ার কথা। সেই কারণে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আইপিএলের সূচিও ঘোষণা করা যাচ্ছে না।
‘দৈনিক জাগরণ’ জানিয়েছে, এ বার ১৮টি মাঠে আইপিএলের খেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও কেরল রয়েছে। যে ১৮টি মাঠের কথা বলা হয়েছে সেগুলি হল— দিল্লি, লখনউ, ধর্মশালা, নিউ চণ্ডীগড়, চেন্নাই, মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, অহমদাবাদ, তিরুঅনন্তপুরম, নবী মুম্বই, বিশাখাপত্তনম, গুয়াহাটি, জয়পুর, বেঙ্গালুরু, পুণে, রাঁচী ও রায়পুর।
তবে বেঙ্গালুরু ও জয়পুরে আইপিএল নিয়ে এখনও সংশয় রয়েছে। ফলে গত বারের বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিকল্প মাঠ হিসাবে নবী মুম্বই ও রায়পুরের কথা ভাবছে। গত বার আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর উল্লাসের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও ম্যাচ হয়নি।
পাশাপাশি রাজস্থান ক্রিকেট সংস্থার অন্দরেও ঝামেলা হচ্ছে। ফলে জয়পুরে আইপিএলের ম্যাচ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা চলছে। সূচি ঘোষণার আগে এই দুই মাঠ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।