রুপোলি পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নায়িকা হওয়ার দৌড়ে কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বৌ’ বলে কথা! স্বয়ংবরসভা বসলে এত ক্ষণে পাত্রীর ঢল নামত। বাস্তবে যদিও সে পথে কোনও দিনই হাঁটেননি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। নিজের পছন্দে বিয়ে করেছেন। এ বারেও নাকি নিজের বৌ নিজেই বাছছেন তিনি!
বাংলার মহারাজ কি দ্বিতীয় বিয়ে করতে চলেছেন? হবু পাত্রী কি বিনোদনদুনিয়ার?
সে রকম কিছুই নয়। মার্চ মাস থেকে শুটিং শুরু হবে সৌরভের জীবনীছবির। জোরকদমে প্রস্তুতি চলছে। টানা দিন চারেক কলকাতায় কাটিয়ে গেলেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী এবং তাঁর দল। বুধবার, সৌরভ এবং ডোনার বাড়িতে চূড়ান্ত রেকি সেরে ফিরে গেলেন মুম্বই। পরিচালকের মুখোমুখি হয়েছিল আনন্দবাজার ডট কম।
ছবির নায়ক চূড়ান্ত। পর্দার ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ রাজকুমার রাও। নায়িকার নাম এখনও জানা যাচ্ছে না! ‘ডোনা গঙ্গোপাধ্যায়’ হবেন কে? প্রশ্ন শুনেই পরিচালকের সাফ জবাব, “এখন কিচ্ছু বলতে পারব না। দাদা বিদেশ থেকে ফিরুন। আলোচনা করে উনিই চূড়ান্ত করবেন।” পাশাপাশি আশ্বাস দিয়েছেন, বাংলা থেকেই বাছাই হবেন নায়িকা।
এ বার প্রশ্ন, বাংলার কোন কোন নায়িকা পর্দায় সৌরভের ‘বৌ’ হতে পারেন?
ডোনা গঙ্গোপাধ্যায় হওয়ার তালিকায় মিমি চক্রবর্তী, ইশা সাহাও নাকি ছিলেন! ছবি: সংগৃহীত।
তালিকা যে খুব ছোট, তা কিন্তু নয়। শুরুতেই যেমন উঠে এসেছিল ইশা সাহার নাম। ইশা নাচে পারদর্শী। চেহারাতেও ডোনার সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। সে খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। অজানা কারণে পরে নাকি বাদ পড়েন তিনি। উঠে আসে বাংলার প্রথম সারির আর এক নায়িকার নাম। তিনি মিমি চক্রবর্তী। ক্রমশ নায়িকার নাম ‘ডোনা গঙ্গোপাধ্যায়’-এর ভূমিকায় জোরালো হয়ে ওঠে। টলিউড জানত, রুপোলি পর্দায় রাজকুমারের সঙ্গে জুটি বাঁধবেন মিমি। পরিচালকের টিম থেকে খবর ফাঁস, মিমিও নাকি সৌরভের ‘স্ত্রী’ নন।
তা হলে কে? টলিউডের অন্দরে নাকি ঘোরাফেরা করছে চার নায়িকার নাম। তাঁরা কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সৌরভের পর্দার ‘স্ত্রী’ হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? কাস্টিং ডিরেক্টরের মত অনুযায়ী, নায়িকাকে নাচে পারদর্শী হতে হবে। এ ছাড়া, ডোনা লাবণ্যময়ী। নায়িকার মুখে লাবণ্যের সেই দীপ্তি থাকতে হবে। টলিউড বলছে, এই তালিকায় এগিয়ে কোয়েল আর শুভশ্রী। কোয়েল ভাল নাচতে পারেন। এই মুহূর্তে ‘এক নম্বর নায়িকা’র শিরোপা শুভশ্রীর মাথায়। অন্য দিকে, জয়া আন্তর্জাতিক তারকা। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে তিন বছর আগে পা রেখেছেন তিনি।
আবার এ-ও শোনা যাচ্ছে, ছোটপর্দা থেকেও নাকি অভিনেতা বাছাই চলছে। ছবিতে ছোট-বড়পর্দা মিলিয়ে অনেকেই অভিনয় করবেন।