Shah Rukh Khan

শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করতেই ধেয়ে এল কটাক্ষ! বাধ্য হয়ে মুখ খুললেন তুরস্কের অভিনেত্রী

শাহরুখকে নাকি তিনি চেনেনই না। শেষে একটি পোস্টে বলে বসেন, “এই কাকুটা কে?” তার পরে হান্ডেকে তির্যক মন্তব্য করতে থাকেন শাহরুখের অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:২৫
Turkish actress Hande Ercel denied calling Shah Rukh Khan an uncle

শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করা নিয়ে বিতর্কে জড়িয়েছেন তুরস্কের অভিনেত্রী হান্ডে আজেল। বলিউডের ‘বাদশা’কে প্রকাশ্যে এই সম্বোধন করায় কটাক্ষ ধেয়ে যায় হান্ডের দিকে। এ বার মুখ খুললেন তিনি।

Advertisement

রিয়াধে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানের মঞ্চে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে দেখা যায় শাহরুখকে। সেই সময়ে দর্শকাসনে বসে তুরস্কের অভিনেত্রী হান্ডে আজেল ভিডিয়ো রেকর্ড করছিলেন। সেই দৃশ্য দেখে অনেকেই দাবি করতে থাকেন, শাহরুখের অনুরাগিণী হান্ডে। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই হান্ডে তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে জানান, তিনি তাঁর বন্ধু আমিনাকে ক্যামেরাবন্দি করছিলেন। শাহরুখকে নাকি তিনি চেনেনই না। শেষে একটি পোস্টে বলে বসেন, “এই কাকুটা কে?” তার পরে হান্ডেকে তির্যক মন্তব্য করতে থাকেন শাহরুখের অনুরাগীরা। কিন্তু হান্ডের বক্তব্য, তিনি নাকি শাহরুখকে ‘কাকু’ বলে ডাকেননি।

একটি স্ক্রিনশট ছড়িয়েছিল হান্ডের সমাজমাধ্যমের, সেখানেই লেখা ছিল, “এই কাকুটা কে?” কিন্তু এই স্ক্রিনশট নাকি ভুয়ো। দাবি করেছেন হান্ডে নিজেই। অবশেষে ক্ষান্ত হয়েছেন অনুরাগীরা। এক শাহরুখভক্ত লিখেছেন, “আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টা পরিষ্কার করার জন্য খুব উপকার হল। শাহরুখের নিন্দকেরা কিছু পেলেই সেটাকে বড় করে সব জায়গায় ছড়িয়ে দেয় এবং ওঁকে অপমান করে। তাই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভুয়ো খবর শাহরুখের নিন্দকেরাই ছড়িয়েছিল নিঃসন্দেহে।”

শাহরুখের আর এক অনুরাগী লিখেছেন, “আপনাকে বহু কটুকথা শুনতে হয়েছে এই ক’দিন। সেই কারণে আমরা দুঃখপ্রকাশ করছি।” তবে এই বিতর্কে কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ বা তাঁর সহযোগী দল। আপাতত ‘বাদশা’ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে।

Advertisement
আরও পড়ুন