প্রথম টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে ইডেন। ছবি: পিটিআই।
ইডেন গার্ডেন্সের পিচ বরাবরই ব্যাটার এবং পেসারদের সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল সেখানে ঘূর্ণি পিচ চেয়েছিল বলে শোনা গিয়েছিল। যদিও সেই জল্পনা উড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি জানিয়েছেন, পিচ নিয়ে কোনও অনুরোধই করা হয়নি ভারতীয় দলের থেকে।
রবিবার রাতেই কলকাতায় চলে এসেছিলেন গৌতম গম্ভীর। ভারতের কোচ সোমবার সকালে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে ইডেনে আসেন। পিচ ভাল করে পরীক্ষা করে চলে যান। বিকেলের দিকে ইডেনে আসেন সৌরভও। তিনিও পিচ দেখেন। তার পরেই পিচ ঢেকে দেওয়া হয়। সৌরভ বলেন, “পিচ নিয়ে দলের তরফে কোনও বার্তা পাইনি। তাই এই প্রশ্নের উত্তর দিতে পারব না। উইকেট দেখে ভালই মনে হচ্ছে।”
ইডেনে দু’টি রঞ্জির ম্যাচ হয়েছে। সেখানে মন্থর গতির পিচ দেখা গিয়েছে। পেসারেরা বিশেষ সাহায্য পাননি। শনিবার থেকে পিচে জল দেওয়া হয়নি। তবে কিউরেটর সুজন মুখোপাধ্যায় পিচের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তিনি জানিয়েছেন, গম্ভীরও নাকি পিচ দেখে খুশি। গম্ভীর জিজ্ঞাসা করেছেন, কখন থেকে বল ঘোরা শুরু করবে। সুজন জানিয়েছেন, তৃতীয় দিন থেকে। সুজনের কথায়, “ব্যাটার এবং বোলার দুই বিভাগই যাতে সাহায্য পায় এমন পিচ তৈরি করা হবে। স্পিনারদের জন্যও পিচে কিছু থাকবে। সেটা তাড়াতাড়িও হতে পারে।”
দক্ষিণ আফ্রিকা দলে কেশব মহারাজ এবং সাইমন হার্মারের মতো স্পিনার রয়েছেন। সঙ্গে রয়েছেন সেনুরান মুথুস্বামী। ঘূর্ণি পিচ তৈরি করলে ভারতের কাছে হিতে বিপরীত হতে পারে। যেমন হয়েছিল গত বছর নিউ জ়িল্যান্ড সিরিজ়ে।
এ দিকে, ইডেন টেস্টের টস হবে একটি বিশেষ মুদ্রা দিয়ে। তার এক দিকে মহাত্মা গান্ধী এবং অপর দিকে নেলসন ম্যান্ডেলার ছবি দেওয়া থাকবে। পাশাপাশি ম্যাচের আগে ডালমিয়া স্মৃতি বক্তৃতা আয়োজন করা হবে, যেখানে মূল বক্তা সুনীল গাওস্কর। ম্যাচের টিকিট বিক্রিও ভাল হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ।