India vs England

ভারতীয় দলের দরজা বন্ধ করে দিলেন গম্ভীর, প্রস্তুতি ম্যাচের আগে বিশেষ পদক্ষেপ শুভমনদের কোচের

বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর প্রথম টেস্ট সিরিজ় ভারতের। নিউ জ়িল্যান্ড এবং বর্ডার-গাওস্কর সিরিজ় হেরে চাপে গৌতম গম্ভীর। তাই ইংল্যান্ড সিরিজ়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১১:৫০
picture of Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে শুক্রবার থেকে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। বেকনহ্যামে চার দিনের ম্যাচে শুভমন গিলেরা মুখোমুখি হবেন ভারত ‘এ’ দলের। অর্থাৎ ভারতীয় ক্রিকেটারেরাই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন। সংবাদমাধ্যমকে এই ম্যাচ দেখতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

Advertisement

অভিমন্যু ঈশ্বরণের দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবে ভারতীয় শিবির। বেন স্টোকসদের হারানোর রণকৌশল, পরিকল্পনা সব কিছু ২২ গজে ঝালিয়ে নিতে চান গম্ভীর। দলের পরিকল্পনা গোপন রাখতে চান। ভারতীয় দলের কোচ চান না, প্রতিপক্ষ দল কোনও সুবিধা পাক সিরিজ় শুরুর আগে। তাই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ভারতের দু’টি দলের চার দিনের লড়াই কাউকে দেখতে দিতে নারাজ গম্ভীর। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে সংবাদমাধ্যম এবং দর্শকেরা থাকুক— চান না ভারতীয় দলের কোচ। পরিকল্পনা গোপন রাখতে রূদ্ধদ্বার ম্যাচ চেয়েছেন গম্ভীর। প্রথম একাদশ সম্পর্কেও কোনও আভাস দিতে রাজি নন তিনি।

ইউরোপের ফুটবল ক্লাবগুলির মধ্যে ‘ক্লোজড ডোর’ অনুশীলন অত্যন্ত পরিচিত। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচেরা দরজা বন্ধ করে অনুশীলন করান। প্রতিপক্ষ যাতে দলের কৌশল, পরিকল্পনা জানতে না পারে, সে জন্যই এমন পরিকল্পনা করা হয়। গম্ভীরও ভারতীয় দলের জন্য সেই পরিকল্পনা করেছেন।

আগামী ২০ জুন হেডিংলেতে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই সিরিজ় দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ়। তার উপর ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাওস্কর সিরিজ় হেরে চাপে গম্ভীর। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় ভারতীয় শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
আরও পড়ুন