Bangladesh Cricket

এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরলেন শান্ত, বাংলাদেশ অধিনায়ক করল মিরাজ়কে

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেহদি হাসান মিরাজ় ছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। আগে কয়েক বার তাঁকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। এ বার প্রথম দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হল তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১১:০২
Picture of Mehidy Hasan Miraz

মেহদি হাসান মিরাজ়। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেটে বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন মেহদি হাসান মিরাজ়। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় থেকেই নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার। এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। তিন ধরনের ক্রিকেটে তিন জন অধিনায়কের পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই নেতৃত্ব ছাড়তে চাইছিলেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি কর্তারা তাঁকে বুঝিয়ে এত দিন দায়িত্বে রেখে দিয়েছিলেন। কিন্তু আর রাজি নন তিনি। সাধারণ ব্যাটার হিসাবে দেশের হয়ে খেলতে চান। তাই কিছুটা বাধ্য হয়েই নতুন অধিনায়কের পথে হাঁটতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। তবে টেস্ট ক্রিকেটে আপাতত অধিনায়ক থাকবেন শান্তই।

এক দিনের ক্রিকেটে মিরাজ়কে অধিনায়ক ঘোষণা করে বিসিবি একটি বিবৃতি দিয়েছে। তাতে লেখা হয়েছে, ‘‘ব্যাট এবং বল হাতে মিরাজ়ের ধারাবাহিকতা, লড়াই এবং অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠের ভিতরে এবং বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি। এই পালাবদলের সময় এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকেই উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস, মিরাজ়ের মানসিকতা এবং পরিণতিবোধ ক্রিকেটের এই সংস্করণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’’

চ্যাম্পিয়ন্স ট্রফির পর শ্রীলঙ্কা সফরেই প্রথম এক দিনের ক্রিকেট খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তই ছিলেন অধিনায়ক। মিরাজ় ছিলেন সহ-অধিনায়ক। এর আগে কয়েক বার মিরাজ়কে সাময়িক ভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলেও এ বারই প্রথম দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হল তাঁকে। মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মিরাজ়ই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এক দিনের ক্রিকেটে।

Advertisement
আরও পড়ুন