Hardik Pandya

ও আমার জীবনে আসার পর থেকেই সব কিছু ভাল হচ্ছে! প্রত্যাবর্তনের ম্যাচে সাফল্যের জন্য এক জনকেই কৃতিত্ব দিলেন হার্দিক

কটকে ভারতকে জেতানোর পর বান্ধবী মাহিকা শর্মাকেই সব কৃতিত্ব দিলেন হার্দিক পাণ্ড্য। জানালেন, মাহিকা আসার পর তাঁর জীবন অনেক বদলে গিয়েছে। অনেক ভাল জিনিস ঘটেছে। কথা বলেছেন চোট নিয়েও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৩
cricket

হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।

মঙ্গলবার সকালে বান্ধবীর পাশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন তিনি। বান্ধবীর ছবি নিয়ে যে ভাবে কুরুচিকর আলোচনা চলছিল চতুর্দিকে, তার প্রতিবাদ করেছিলেন। কটকে ভারতকে জেতানোর পর সেই বান্ধবী মাহিকা শর্মাকেই সব কৃতিত্ব দিলেন হার্দিক পাণ্ড্য। জানালেন, মাহিকা আসার পর তাঁর জীবন অনেক বদলে গিয়েছে। অনেক ভাল জিনিস ঘটেছে।

Advertisement

গত অক্টোবরে মাহিকার সঙ্গে হার্দিককে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছে। পরে সমুদ্রসৈকতে ছুটি কাটানোর ছবি পোস্ট করে সম্পর্ককে স্বীকৃতি দেন দু’জনেই। গত বছর মাহিকার পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন হার্দিক। নাতাশ স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবন যে বেছে নিয়েছেন, তা বুঝিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার সেই সম্পর্ককে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনলেন তিনি।

এশিয়া কাপে চোট পাওয়ার পর দলে ফিরেছেন হার্দিক। সেই প্রসঙ্গে বলেন, “চোট আপনার মানসিকতা পরীক্ষা করে এবং মনের মধ্যে সন্দেহ তৈরি করে। আমার প্রত্যাবর্তনের পিছনে কৃতিত্ব রয়েছে কাছের লোকদের। বিশেষ করে উল্লেখ করতে চাই বান্ধবীর কথা। ও আমার জীবনে আসার পর থেকেই সব কিছু ভাল হচ্ছে। অনেক ভাল ভাল জিনিস হচ্ছে ও আসার পর থেকে।”

হার্দিকের সংযোজন, “আমি বরাবর চেষ্টা করেছি সৎ এবং সত্যিকারের মানুষ হিসাবে বাঁচার। সেটাও আমাকে সাহায্য করেছে। আমি জীবনে কিছুই রং চড়িয়ে বলতে ভালবাসি না। অন্য লোকে কী ভাবছে বা বলছে তা আমায় বিচলিত করে না। আমি নিজে কী ভাবছি সেটাই আসল। এখনকার হার্দিক পাণ্ড্য ক্রিকেটটা ভাল করে খেলতে চায়, মাঠে প্রতিটা সেকেন্ড উপভোগ করতে চায়। আরও বড় এবং ভাল কিছু করাই আমার আসল উদ্দেশ্য।”

মঙ্গলবার দলের বিপদের সময় ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন হার্দিক। ম্যাচের পর সমর্থকদের উন্মাদনা দেখা যায় তাঁকে নিয়ে। সই এবং নিজস্বী শিকারের আব্দার আসতেই থাকে। হার্দিকও ঠান্ডা মাথায় সে সব মেটাতে থাকেন। সেই প্রসঙ্গে বলেছেন, “আমার মানসিকতা ছিল শক্তিশালী এবং আরও ভাল হয়ে ফিরে আসা। মাঠের ভিতরে ঢুকলেই মনে হয় মানুষ শুধু আমাকেই দেখতে এসেছে। নিজেকে শক্তিশালী রাখার চেষ্টা করি। এতে আরও আত্মবিশ্বাসী রয়েছে। নিজের দক্ষতার প্রতি বিশ্বাস রাখাও আমাকে সাফল্য এনে দিয়েছে।”

Advertisement
আরও পড়ুন