Shubman Gill

ইডেন টেস্টে চার মারার পরেই আর ঘাড় ঘোরাতে পারছিলেন না কেন, কী ধরনের চোট পেয়েছিলেন, নিজেই জানালেন শুভমন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে চোট পেয়েছিলেন শুভমন গিল। সেই চোট নিয়ে মুখ খুলেছেন শুভমন। পাশাপাশি, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা, সে বিষয়েও কথা বলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১০:৫৩
cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে চোট পেয়েছিলেন শুভমন গিল। সেই টেস্ট তো বটেই, পরের টেস্ট এবং এক দিনের সিরিজ়েও খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতার পর চোট নিয়ে মুখ খুলেছেন শুভমন। পাশাপাশি, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা, সে বিষয়েও কথা বলেছেন।

Advertisement

প্রথমে মনে করা হয়েছিল, শোয়ার দোষে চোট পেয়েছেন তিনি। পরে দেখা যায়, বিষয়টি গুরুতর। শুভমন কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন। পরে বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রেও সময় কাটিয়েছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ। শুভমন জানিয়েছেন, তাঁর ‘ডিস্ক বাল্‌জ’ হয়েছিল। মেরুদণ্ডের দু’টি কশেরুকার মাঝখানে থাকা নরম আবরণ দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে নির্ধারিত সীমার বাইরে বেরিয়ে এসে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে। এর ফলে ব্যথা বা ওই জায়গা অসাড় হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। একে হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপ্‌ড ডিস্কও বলা হয়ে থাকে।

শুভমন বলেছেন, “এখন আমার শরীর সম্পূর্ণ সুস্থ। উৎকর্ষ কেন্দ্রে কিছুটা সময় কাটিয়েছি। শারীরিক এবং মানসিক ভাবে তৈরি। ঘাড়ে ডিস্ক বাল্‌জ হয়েছিল, যেটা স্নায়ুতে আঘাত করছিল। মাঠে যাওয়ার পর, ম্যাচ শুরু হওয়ার আগে থেকে ব্যথা করছিল। ম্যাচে খেলার পর ঘাড়ে টান ধরে। দু’দিন হাসপাতালে থাকতে হয়েছিল। তার পর ভাল ভাবেই সুস্থ হয়েছি।”

গত টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তবে শুভমন মনে করেন, বিশ্বকাপের আগে ভারতীয় দলে যথেষ্ট ধারাবাহিকতা চলে আসবে। শুভমনের কথায়, “বিশ্বকাপের আগে ১০টা টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। আশা করি আমরা ছন্দ এবং ধারাবাহিকতা খুঁজে পাব। বিশ্বকাপে ঠিক যে ভাবে খেলতে চাই সে ভাবেই খেলতে পারব। বিশ্বকাপের আগে যে কোনও দলই ভাল ছন্দে থাকতে চায়।”

বিশ্বকাপে ভাল খেলতে গেলে সঠিক দলও খুঁজে নেওয়া দরকার বলে মনে করেন শুভমন। তাঁর কথায়, “বিভিন্ন মাঠে খেলার জন্য দলের কম্বিনেশনও ঠিক থাকা দরকার। হয়তো এমন অনেক মাঠে খেলতে হতে পারে যেখানে খুব শিশির পড়বে। বা যেখানে শিশির একেবারেই থাকবে না। তাই সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুবই দরকার, যাতে ওই পরিস্থিতিতে সমস্যায় পড়তে না হয়।”

Advertisement
আরও পড়ুন