Vastu Tips

বাড়ি বা দোকানে আয়না লাগাবেন ভাবছেন? কোন দিকটা আয়নার জন্য শুভ জানেন তো? অজ্ঞতায় বড় ক্ষতি হতে পারে

বাড়ি হোক বা দোকান, দুই জায়গাতেই আয়-উন্নতি যাতে বেশি হয় সেটা মাথায় রেখে আয়না লাগানোর সময় কোন দিকে লাগানো হচ্ছে সেটা বাস্তুসম্মত কি না যাচাই করে নিতে হবে। না হলে মুশকিলে পড়তে পারেন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪
mirror

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আয়না ছাড়া বাড়ি যেন অসম্পূর্ণ। আমরা ঘর সাজানোর জন্য বাড়ির যে কোনও জায়গায় আয়না রেখে থাকি। কিন্তু জানেন কি আয়না রাখার সঠিক স্থান বা কোণ কোনটা? অনেক সময় গয়নার দোকান বা প্রসাধনী সামগ্রীর দোকানেও আয়না রাখা থাকে। এ ক্ষেত্রেও আয়না সঠিক স্থান অনুযায়ী রাখা উচিত। বাস্তু অনুযায়ী আয়না সঠিক জায়গায় রাখাটা খুবই জরুরি। বাড়ি হোক বা দোকান, দুই জায়গাতেই আয়-উন্নতি যাতে বেশি হয় সেটা মাথায় রেখে আয়না লাগানোর সময় কোন দিকে লাগানো হচ্ছে সেটা বাস্তুসম্মত কি না যাচাই করে নিতে হবে। না হলে মুশকিলে পড়তে পারেন।

Advertisement

দোকানে আয়না লাগানোর সঠিক দিক:

যদি দোকানে আয়না লাগানো হয়, তা হলে উত্তর দিক বা পূর্ব দিকে আয়না লাগানো খুবই শুভ বলে মানা হয়। দক্ষিণ এবং পশ্চিম দিকে আয়না লাগানো একেবারেই উচিত নয়। তবে দোকানের ক্ষেত্রে আয়না সর্বদা সঠিক দিক মেনে লাগানোর সুযোগ না-ও থাকতে পারে। তাই দোকানের যে কোনও জায়গায় আয়না লাগাতে হয়। সে ক্ষেত্রে বিশেষ কোনও অসুবিধা হয়তো হবে না। কিন্তু মুখোমুখি দুটো আয়না না লাগানোই ভাল হবে বলে মনে করা হচ্ছে। দোকানের ক্ষেত্রে সঠিক দিকে যদি আয়না লাগানো হয়, তা হলে তার শুভ ফল অবশ্যই পাবেন। ব্যবসায় চোখে পড়ার মতো উন্নতি দেখতে পাবেন।

বাড়িতে আয়না লাগানোর সঠিক দিক:

বাড়িতে আয়না লাগানোর ক্ষেত্রে সঠিক নিয়ম মানা আবশ্যিক। বাড়ির উত্তর দিকে এবং পূর্ব দিকে আয়না লাগানো শুভ বলে মনে করা হয়। দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে আয়না রাখা যাবে না। তবে বাড়িতে আয়না রাখার ক্ষেত্রে আরও কয়েকটা নিয়ম মানতে হয়। সেগুলি কী কী দেখে নিন।

১. বাড়িতে কোনও মতেই দুটো আয়না মুখোমুখি রাখা যাবে না।

২. বিছানার সামনে আয়না রাখা যাবে না।

৩. ঘরে ভাঙা আয়না থাকলে তা শীঘ্রই সরিয়ে ফেলুন।

ভুল জায়গায় আয়না রাখলে কী হয়?

১) ঘরের ভুল জায়গায় আয়না রাখলে দুর্ভাগ্য আমাদের গ্রাস করে।

২) জীবনে নানা দিক দিয়ে বিপর্যয় সৃষ্টি হয়।

৩) দাম্পত্য জীবনে ঝামেলা-অশান্তি সৃষ্টি হয়।

৪) সংসারে অভাব-অনটন দেখা দেয়।

Advertisement
আরও পড়ুন