Hardik Pandya

চর্চায় হার্দিকের ২০ কোটির ঘড়ি

ঘড়িটি বিখ্যাত সুইস ঘড়ি নির্মাতা রিশার মিল-এর, মডেল নম্বর ‘‘আরএম ২৭-০৪।’’

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১১
নজরে: হার্দিকের মহামূল্যবান এই ঘড়ি নিয়েই চর্চা তুঙ্গে।

নজরে: হার্দিকের মহামূল্যবান এই ঘড়ি নিয়েই চর্চা তুঙ্গে। ছবি: এক্স।

এশিয়া কাপের প্রথম ম্যাচে নামার আগেই শিরোনামে উঠে এসেছিলেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় তারকার নতুন চুলের ছাঁটের পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর ঘড়ি নিয়েও তুঙ্গে চর্চা। আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে নামার আগে হার্দিককে দেখা গিয়েছে প্রায় ২০ কোটি টাকার ঘড়ি পরে অনুশীলন করতে। ঘড়িটি বিখ্যাত সুইস ঘড়ি নির্মাতা রিশার মিল-এর, মডেল নম্বর ‘‘আরএম ২৭-০৪।’’ তৈরি হয়েছে মাত্র ৫০টি। বলা হচ্ছে, এশিয়া কাপের বিজয়ী দল যে পুরস্কার মূল্য (প্রায় ২.৬ কোটি) পাবে তার চেয়ে ৮ গুণ বেশি দাম হার্দিকের এই ঘড়ির।

আরও পড়ুন