Viral Video

কোলে ওঠার বায়না! আদর খেতে গিয়ে পরিচর্যাকারীর উপর উঠে শুয়ে পড়ল হাতির ছানা, ভিডিয়ো ভাইরাল

একটি হাতির ছানা পা তুলে এক তরুণের কোলে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই তরুণ আসলে হস্তীশাবকের পরিচর্যাকারী। জোর করেই তরুণের কোলে উঠে পড়ল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১০:১৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে ওজনও বেড়ে যাচ্ছে, সে খেয়ালই নেই হাতির ছানার। পরিচর্যাকারীকে দেখেই কোলে ওঠার বায়না ধরেছে সে। চার পা তুলে তরুণ পরিচর্যাকারীর কোলে উঠেও পড়ল সে। হস্তীশাবকের ভার সামলাতে না পেরে মেঝেয় শুয়ে পড়লেন তরুণ। তবুও নিস্তার নেই। পাশবালিশের মতো তরুণকে জড়িয়ে শুয়ে পড়ল ছোট্ট হাতির ছানা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতির ছানা পা তুলে এক তরুণের কোলে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই তরুণ আসলে হস্তীশাবকের পরিচর্যাকারী। জোর করেই তরুণের কোলে উঠে পড়ল সে।

ছোট্ট হাতির ছানা বড় হয়ে উঠছে, কিন্তু আদর খাওয়ার নেশা এখনও রয়েছে তার। হস্তীশাবককে আদর করতে শুরু করলেও তার ওজন সামলাতে পারলেন না তরুণ। ভার সামলাতে না পেরে মেঝেয় শুয়ে পড়লেন তিনি। সুযোগ বুঝে তরুণের কোলে ভাল করে চার পা তুলে শুয়ে পড়ল হাতির ছানাটিও। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি এতটাই মিষ্টি যে দেখে মন ভরে গেল।’’

Advertisement
আরও পড়ুন