মুস্তাফিজুর রহমান। —ফাইল চিত্র
মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল আবেদিন। তিনি বিসিসিআই-এর উপরেই দায় চাপিয়েছেন।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-কে প্রতিক্রিয়া জানিয়েছেন নাজমুল। মুস্তাফিজুর নিয়ে এটিই বিসিবি-র কোনও কর্তার প্রথম প্রতিক্রিয়া। নাজমুলের বক্তব্য, ভারতীয় বোর্ডই মুস্তাফিজুরকে খেলতে দেওয়ার জন্য ছাড়পত্র চেয়েছিল বিসিবি-র কাছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের এক দিনের সিরিজ় থাকলেও মুস্তাফিজুরকে ছাড়া হয়েছিল। এর পরেই বাংলাদেশের জোরে বোলারকে নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
নাজমুল বলেছেন, ‘‘খবরটা দেখেছি। কিন্তু এখনও তাদের (ভারতীয় বোর্ড) পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আমাদের কিছু জানানো হয়নি। জানানোর পর আমরা প্রতিক্রিয়া জানাতে পারব।’’
বিসিবি-র একটি সূত্র ‘প্রথম আলো’-কে জানিয়েছে, মুস্তাফিজুরকে নিয়ে বিসিবি-র খুব বেশি কিছু করার থাকবে না। তারা ভারতীয় বোর্ডের কাছে খুব বেশি হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারে। কিন্তু আইপিএলে কারা খেলবেন, সেটি ঠিক করবে বিসিসিআই ও ভারত সরকারই।
মুস্তাফিজুর খেলতে পারবেন না আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে শনিবার সকালে এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে সই করানোর সুযোগ পাবেন কেকেআর কর্তৃপক্ষ। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।
আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। সে কথা মাথায় রেখেই দলের বোলিং শক্তিশালী করার জন্য মুস্তাফিজুরকে দলে নেন বেঙ্কি মাইসোরেরা। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর তাঁকে খেলাতে পারবে না শাহরুখ খানের দল। পরিবর্তে অবশ্য অন্য কাউকে সই করানোর সুযোগ থাকছে কেকেআর কর্তৃপক্ষের কাছে। বিদেশি ক্রিকেটারও নিতে পারবে কেকেআর।