ESIC Recruitment 2026

ইঞ্জিনিয়ার খুঁজছে কর্মচারী রাজ্য বিমা নিগম, আবেদন করার জন্য কী করতে হবে?

কর্মচারী রাজ্য বিমা নিগম (এমপ্লয়িজ় স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন) ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মখালি। কর্মচারী রাজ্য বিমা নিগমে (এমপ্লয়িজ় স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন) সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন অবসরপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়ারেরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্তেরা প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। বাছাই করা প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ কাজের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পেতে পারে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে ৩১ জানুয়ারির মধ্যে কর্মচারী রাজ্য বিমা নিগমের ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে পাঠিয়ে দিতে হবে।

Advertisement
আরও পড়ুন