India wins ICC Women's ODI World Cup 2025

বিশ্বজয়ের ট্রফি পাকাপাকি ভাবে থেকে গেল হরমনপ্রীত-স্মৃতির ‘হাতে’! ভারত অধিনায়কের মোমের মূর্তি বসবে জয়পুরে

গত রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। বিশ্বকাপের ট্রফি সারা জীবনের মতো নিজের ‘হাতে’ রেখে দিলেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা। কী করলেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৪:২৩
cricket

বিশ্বকাপ হাতে হরমনপ্রীত কৌর। — ফাইল চিত্র।

গত রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। সেই ঘোর এখনও কাটেনি ক্রিকেটার এবং সমর্থকদের। তার মাঝেই বিশ্বকাপের ট্রফি সারা জীবনের মতো নিজের ‘হাতে’ রেখে দিলেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা। এর মধ্যেই জানা গিয়েছে, জয়পুরের একটি সংগ্রহশালায় হরমনপ্রীতের মোমের মূর্তি স্থাপন করা হবে।

Advertisement

হরমনপ্রীত এবং স্মৃতি বিশ্বকাপের একটি উল্কি করিয়েছেন নিজেদের হাতে। হরমনপ্রীত বাঁ হাতের বাইসেপে উল্কিটি করিয়েছেন। হরমনপ্রীতের উল্কিতে ২০২৫ এবং ৫২ সংখ্যা দু’টি খোদাই করা রয়েছে। সেগুলি যথাক্রমে বিশ্বকাপ জয়ের বছর এবং জয়ের ব্যবধান। স্মৃতি ডান হাতের কব্জিতে বিশ্বকাপের উল্কি করিয়েছেন। সেটিতে ভারতের জাতীয় পতাকা জড়ানো। তার নীচে বিশ্বকাপ জয়ের বছর খোদাই করা।

(উপরে) হরমনপ্রীতের উল্কি। স্মৃতির উল্কি (নীচে)।

(উপরে) হরমনপ্রীতের উল্কি। স্মৃতির উল্কি (নীচে)। ছবি: সমাজমাধ্যম।

এ দিকে, রাজস্থানের নাহাড়গড় দুর্গের ভিতরে রয়েছে জয়পুর মিউজ়‌িয়াম। সেখানে হরমনপ্রীতের মোমের একটি মূর্তি স্থাপন করা হবে। আগামী বছর ৮ মার্চ, আন্তর্জাতিক নারীদিবসের দিন সেই মূর্তি প্রকাশ্যে আসবে। ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসাবে এই মূর্তি স্থাপন করা হচ্ছে।

মিউজ়িয়ামের প্রতিষ্ঠাতা অনুপ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতের হয়ে বড় মঞ্চে যাঁরা লড়াই করেছেন তাঁদের জায়গা দেওয়া হয় মিউজ়‌িয়ামে। তাঁর কথায়, “এই মিউজ়‌িয়ামের মাধ্যমে শুধু বিখ্যাত ব্যক্তিত্বদের স্থান দেওয়া হয় না, সমাজের চোখে যাঁরা অনুপ্রেরণা তাঁদের সম্মান জানানোর কাজও করা হয়। হরমনপ্রীত প্রমাণ করেছেন তিনি যে কোনও মঞ্চেই ছেলেদের চেয়ে কম নন।”

জয়পুরের এই মিউজ়‌িয়ামে ইতিমধ্যেই মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মোমের মূর্তি রয়েছে। কর্তারা জানিয়েছেন, হরমনপ্রীতের মূর্তি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন