Indian Women Cricket team

বিশ্বজয়ের ৪৯ দিন পর মাঠে ফিরছেন হরমনপ্রীতেরা, জীবনের বিপর্যয় সামলে খেলবেন মন্ধানাও, কেমন হল শ্রীলঙ্কা সফরের দল

বিশ্বকাপ জয়ের ৪৯ দিন পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হরমনপ্রীত কৌরেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতের মহিলা দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩৮
picture of cricket

(বাঁ দিকে) হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা (ডান দিকে)। —ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য মহিলা ক্রিকেট দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দলে রয়েছেন ১৫ জন। রয়েছেন স্মৃতি মন্ধানাও। মূলত বিশ্বজয়ী দলকেই ধরে রাখা হয়েছে।

Advertisement

এক দিনের বিশ্বকাপ জয়ের ৪৯ দিন পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন হরমনপ্রীতেরা। শ্রীলঙ্কা সফরে যাবেন বিশ্বজয়ীরা। আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। এই সফরের জন্য দল বেছে নিয়েছেন জাতীয় নির্বাচকেরা। দল নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি তাঁরা।

সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে রবিবার বিয়ে ভেঙে দেওয়ার পর সোমবারই অনুশীলন শুরু করেন স্মৃতি মন্ধানা। শ্রীলঙ্কা সফরের দলেও রয়েছেন মন্ধানা। রয়েছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করা জেমাইমা রদ্রিগেজ়ও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচগুলি ২১, ২৩, ২৬, ২৮ এবং ৩০ ডিসেম্বর।

ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, স্নেহ রানা, জেমাইমা রদ্রিগেজ়, শেফালি বর্মা, হারলিন দেওল, আমনজ্যোৎ কৌর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, রেণুকা সিংহ ঠাকুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), শ্রী চরণী এবং বৈষ্ণবী শর্মা।

Advertisement
আরও পড়ুন