Duleep Trophy

খেলবেন না শুভমন, জাতীয় দলের দুই ক্রিকেটারকে টপকে উত্তরাঞ্চলের নেতৃত্বের দৌড়ে এগিয়ে হরিয়ানার ব্যাটার

এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারেরা দলীপ ট্রফিতে একটির বেশি ম্যাচ খেলতে পারবেন না। তাই শুভমন গিলের অনুপস্থিতিতে জাতীয় দলে থাকা কাউকে অধিনায়ক করতে চাইছেন না উত্তরাঞ্চলের নির্বাচকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৬:৪৪
picture of Shubman Gill

অসুস্থতার জন্য দলীপ ট্রফিতে খেলতে পারবেন না শুভমন গিল। —ফাইল চিত্র।

অসুস্থতার জন্য দলীপ ট্রফি খেলতে পারবেন না শুভমন গিল। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা। তাঁর অনুপস্থিতিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিতে পারেন অঙ্কিত কুমার।

Advertisement

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দলীপ ট্রফি খেলার কথা ছিল শুভমনের। তাঁকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিলেন উত্তরাঞ্চলের নির্বাচকেরা। কিন্তু অসুস্থতার কারণে খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে দল এবং অধিনায়ক পরিবর্তন করতে হচ্ছে উত্তরাঞ্চলকে। নতুন অধিনায়কের নাম এখনও ঘোষণা করেননি উত্তরাঞ্চলের নির্বাচকেরা। কয়েক জনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। দৌড়ে এগিয়ে রয়েছেন হরিয়ানার টপ অর্ডার ব্যাটার অঙ্কিত। দল ঘোষণার সময় অঙ্কিতকে সহ-অধিনায়ক করা হয়েছিল। ২৭ বছরের ব্যাটারের ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

উত্তরাঞ্চলের এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘দলীপ ট্রফিতে শুভমনের খেলার সম্ভাবনা নেই। দল ঘোষণার পর বিষয়টি জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দলকে কে নেতৃত্ব দেবে, তা নিয়ে আলোচনা করছেন নির্বাচকেরা।’’ উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে শুরু হবে দলীপ ট্রফি।

শুভমনের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে তরুণ ব্যাটার শুভম রোহিল্লাকে। দলে রয়েছেন অর্শদীপ সিংহ এবং হর্ষিত রানা। তাঁরা দু’জনেই এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দলীপ ট্রফির একটি ম্যাচ খেলবেন। তাই অধিনায়কের নাম ঘোষণার ক্ষেত্রে কিছুটা সময় নিচ্ছেন নির্বাচকেরা। তবে প্রথম থেকেই সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া অঙ্কিতই এগিয়ে রয়েছেন দৌড়ে। কারণ, প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ থেকে অর্শদীপ, হর্ষিতকে পাওয়া যাবে না। বার বার অধিনায়ক পরিবর্তন করতে চাইছেন না নির্বাচকেরা। দ্বিতীয় ম্যাচ থেকে অর্শদীপের পরিবর্তে গুরনুর ব্রার এবং হর্ষিতের বদলে অনুজ থাকরাল উত্তরাঞ্চল দলে ঢুকবেন।

Advertisement
আরও পড়ুন